দার্জিলিং, 1 এপ্রিল: জি-20 সামিটের মধ্যে দিয়ে নেপাল, ভুটান, বাংলাদেশকে নিয়ে একটি আন্তর্জাতিকমানের ট্যুরিজম সার্কিট গড়ার লক্ষ্য কেন্দ্রীয় সরকারের। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজ শিলিগুড়িতে আসছেন আসছেন আট রাষ্ট্রদূত। পর্যটনের পাশাপাশি বিদেশি প্রতিনিধিদের জন্য চা শিল্প, স্থানীয় হস্তশিল্প ও কুটির শিল্পর অভাবনীয় সম্ভারও রাখা থাকবে সামিটে। ঐতিহাসিক আমল থেকে চলে আসা রূপোলি চা পাতা তোলার মতো অভূতপূর্ব সৌন্দর্য্যের সাক্ষী থাকতে চলেছেন সামিটে অংশগ্রহণকারী বিদেশি প্রতিনিধি দলের সদস্যরা। সব মিলিয়ে জি-20 সামিটের জন্য প্রস্তুত শৈলরানি দার্জিলিং এবং উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার শহর শিলিগুড়ি।
শিলিগুড়িতে আসছেন বিদেশি প্রতিনিধি দলের সদস্য-সহ কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা। অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ওমান, কোরিয়া, ব্রিটেন, মেক্সিকো, জাপান মিলিয়ে মোট আটটি দেশের রাষ্ট্রদূত থাকবেন। এছাড়া এই কয়েকদিনে প্রায় শতাধিক প্রতিনিধি এই সামিটে অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে। এর আগে শুক্রবার শিলিগুড়ি সংলগ্ন সুকনায় সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের আধিকারিকরা। উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রকের সচিব অরবিন্দ সিং, যুগ্ম সচিব থেন্ডুপ নামগ্যাল শেরপা, অতিরিক্ত সচিব রাজেশ ভার্মা-সহ সচিব রাধা কাটয়াল নারাঙ্গ।