শিলিগুড়ি, 23 সেপ্টেম্বর: "আমাকে চোর বলবেন না। আমি ছিনতাইবাজ", ঘোষণা স্বয়ং চোরের ৷ শুধু তাই নয়, পুলিশের হাতে পাকড়াও হওয়ার পরেও কোনও অনুতাপ নেই তার ৷ পুলিশের সঙ্গে থানা থেকে বেরিয়ে আসার সময়ে বেপরোয়া ভঙ্গিতেই দেখা গেল চোরকে ৷ প্রিজন ভ্যানে উঠে মেতে উঠল ফোটো সেশনে ৷ পাশাপাশি অনুরোধ, তাঁর ভিডিয়ো দেখে যেন জনতা লাইক এবং সাবস্ক্রাইব করে ৷ ঘটনাটি শিলিগুড়ির ৷
সূত্রের খবর, মাটিগাড়ার নিউ কলোনি এলাকার একটি বাড়িতে 20 সেপ্টেম্বর চুরি হয় ৷ বাড়ির কর্ত্রী মুনমুন ঘোষ ৷ চুরি যায় সোনার গয়না, মোবাইল ফোন ও নগদ টাকা ৷ 21 সেপ্টেম্বর মাটিগাড়া থানায় চুরি সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার বিশ্বাস কলোনি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ ধৃত যুবকের নাম মহম্মদ আফজাল ৷ অভিযুক্তকে ধরার পাশাপাশি উদ্ধার হয় চুরি যাওয়া সোনার চেন, দু'টি সোনার বালা, দু'টি সোনার লকেট, একটি মোবাইল ফোন ৷ ধৃতকে শনিবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয় ৷