পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Havildar Satpal Rai : শনিবার শেষকৃত্য চপার দুর্ঘটনায় মৃত সৎপাল রাইয়ের, পরিবারকে শোকবার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী - funeral of Satpal Rai to be performed on saturday

শনিবার শেষকৃত্য সম্পন্ন হবে তামিলনাড়ুতে চপার দুর্ঘটনায় মৃত জওয়ান সৎপাল রাইয়ের (funeral of Satpal Rai to be performed on saturday) ৷ আগামিকাল সকালে তাকদহের বাড়ি পৌঁছবে তাঁর দেহ ৷

Havildar Satpal Rai
শনিবার শেষকৃত্য চপার দুর্ঘটনায় মৃত সৎপাল রাইয়ের

By

Published : Dec 10, 2021, 9:07 PM IST

দার্জিলিং, 10 ডিসেম্বর : শনিবার বিশেষ বিমানে দার্জিলিংয়ের বাড়িতে দেহ ফিরবে তামিলনাড়ুতে চপার দুর্ঘটনায় মৃত সেনা জওয়ান সৎপাল রাইয়ের। এদিনই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে (funeral of Satpal Rai to be performed on saturday) ৷ তার আগে শুক্রবার শহীদের তাকদহের গ্লেনবার্নের বাড়িতে গিয়ে যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখলেন পুলিশ, প্রশাসন ও সেনার আধিকারিকরা।

এদিন সকালে দার্জিলিংয়ের জেলাশাসক পুন্নমবলম এস, পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর, গোর্খা রেজিমেন্টের আধিকারিকরা তাঁর বাড়িতে যান৷ এদিন সৎপাল রাইয়ের পরিবারের সঙ্গে দেখা করতে যান শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেবও ৷ যান প্রাক্তন জিটিএ চেয়ারম্যান তথা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা। গৌতম দেব বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশে সৎপাল রাইয়ের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে গেলাম। তাঁর মৃত্যুতে আমরা দুঃখিত ও মর্মাহত। মুখ্যমন্ত্রীও গোটা ঘটনায় গভীরভাবে শোকাহত ৷ মুখ্যমন্ত্রীর শোকবার্তা আমরা তাঁর স্ত্রী হাতে তুলে দিলাম৷ রাজ্য সরকার সবসময় ওই পরিবারের পাশে থাকবে, মুখ্যমন্ত্রী এই পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন।"

শনিবার শেষকৃত্য চপার দুর্ঘটনায় মৃত সৎপাল রাইয়ের, পরিবারকে শোকবার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন : দেশের জন্য প্রাণ গিয়েছে স্বামীর, গর্বিত সৎপালের স্ত্রী

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সৎপাল রাইয়ের বোন ও মায়ের রক্তের নমুনা ডিএনএ পরীক্ষার জন্য বিমানে দিল্লি পাঠানো হয়ছে। শনিবার সকাল সাতটা নাগাদ দিল্লি থেকে বিশেষ বিমানে ফিরবে সৎপাল রাইয়ের দেহ ৷ বিমানবন্দরে তাঁকে শেষশ্রদ্ধা জানাবেন সেনা আধিকারিকরা। সেখান থেকে সড়কপথে তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হবে সৎপাল রাইয়ের পার্থিব শরীর। তাঁকে শ্রদ্ধা জানানোর জন্য বাড়ির পাশেই বেদি তৈরি করা হয়েছে প্রশাসনের তরফে। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন পুলিশ, সেনা ও প্রশাসনের আধিকারিকরা ৷ থাকবেন জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সকাল এগারোটা নাগাদ তাঁর শেষকৃত্য হওয়ার কথা ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details