দার্জিলিং, 14 নভেম্বর: তারা অবহেলিত । তারা ব্রাত্য । তাদের কাছে শিশু দিবস (Children Day) আর পাঁচটা দিনের মতোই স্বাভাবিক । বলতে গেলে অনেকটাই ম্লান । এবার তাদের অভিনব উপহার দিল দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ (Darjeeling Himalayan Railway) । ঘুম ফেস্টিভ্যালের অংশ হিসেবে শিশু দিবসে বিশেষভাবে সক্ষম, দুঃস্থ ও অনাথ শিশুদের টয়ট্রেনে ভ্রমণ করাল ডিএইচআর ।
কাঁচে মোড়া কামড়ায় স্টিম ইঞ্জিনের কুন্ডলীপাকানো ধোঁয়ায় কু-ঝিক-ঝিক শব্দে টয়ট্রেনে করে পাহাড় ঘুরল তারা । বেলুনে সাজানো গোটা ট্রেনের কামরা । আর জীবনে প্রথম টয়ট্রেনে চলতে পেরে ভীষণ খুশি শিশুরা ।
12 নভেম্বর থেকে শুরু হয়েছে দ্বিতীয় দার্জিলিং হিমালয়ান ঘুম ফেস্টিভ্যাল । আর তারই অংশ হিসেবে এদিন শিশু দিবসে 20 জন বিশেষভাবে সক্ষম, অনাথ দুঃস্থ শিশুদের টয়ট্রেনে শিলিগুড়ি জংশন থেকে রংটং পর্যন্ত পাহাড়ি রাস্তায় ভ্রমণ করানো হল । স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় ওই শিশুদের এদিন ভ্রমণ করানো হয় । মাঝে যাত্রাপথে দেওয়া হয় খাওয়ারও । ফলে এবারের শিশু দিবস আলাদাভাবে কাটল তাদের ।