পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাহাড়ে এক ফোনেই ফ্রিতে হোম ডেলিভারি দিচ্ছে পুলিশ

দেশজুড়ে 21 দিনের লকডাউন চলছে । বন্ধও দার্জিলিংও । চলছে না গাড়ি-ঘোড়া । বাড়ি থেকে বেরোলেই জুটতে পারে পুলিশের লাঠি । এই পরিস্থিতিতে রক্ষাকর্তার ভূমিকায় কালিম্পং জেলা পুলিশ । আজ থেকে চালু প্রয়োজনীয় জিনিস হোম ডেলিভারি পরিষেবা ৷

lockdown
লকডাউনে

By

Published : Mar 28, 2020, 12:27 PM IST

কালিম্পং , 28 মার্চ : লকডাউনের সময়সীমা বাড়ানোর ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে অসুবিধার মুখে পড়ছিল পাহাড়ের বাসিন্দারা ৷ তাঁদের এই সমস্যার নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিল দার্জিলিং জেলা পুলিশ । চালু হতে চলেছে এক নতুন পরিষেবা ৷ বাড়ি বসে ফোনের মাধ্যমেই পাহাড়বাসীরা জানিয়ে দিতে পারবেন তাঁদের চাহিদা । ওষুধ থেকে শুরু করে, খাদ্য সামগ্রী পৌঁছবে সবই ৷ আজ থেকে এই পরিষেবা চালু করতে চলেছে কালিম্পং জেলা পুলিশ ।

দেশজুড়ে 21 দিনের লকডাউন চলছে । বন্ধও দার্জিলিংও । চলছে না গাড়ি-ঘোড়া । বাড়ি থেকে বেরোলেই জুটতে পারে পুলিশের লাঠি । ফলে খাদ্যসামগ্রী থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দোকান থেকে আনতে সমস্যায় পড়চ্ছেন পাহাড়বাসী । অবশেষে, রক্ষাকর্তার ভূমিকায় কালিম্পং জেলা পুলিশ । পুলিশের তরফে জানিয়ে দেওয়া হল 28 মার্চ অর্থাৎ আজ থেকে ফ্রি হোম ডেলিভারি সর্ভিস দেবেন তাঁরা । সকাল 9 টা থেকে সন্ধ্যা 6 টা পর্যন্ত জেলা পুলিশের (03552)-256003 এই নম্বরে ফোন করলেই মিলবে ওই পরিষেবা । ওষুধ থেকে খাদ্যসমগ্রী সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মিলবে বাড়ি বসেই । পৌঁছে দেবেন পুলিশ কর্মীরাই ।

হোম ডেলিভারি সম্পর্কিত এই বিজ্ঞপ্তি জারি করেছে কালিম্পং পুলিশ ৷

নিজেদের এই নতুন পরিষেবা দেওয়া নিয়ে কালিম্পং ট্রাফিক পুলিশের OC সুরজ লামা বলেন, "হোম ডেলিভারির জন্য কোনোও বাড়তি দাম নেওয়া হবে না । বাজার মূল্যেই মিলবে এই নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলি ৷"

ABOUT THE AUTHOR

...view details