পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fraud Army Officer: সেনায় চাকরি দেওয়ার নামে প্রতারণা ! শিলিগুড়িতে গ্রেফতার ভুয়ো সেনা আধিকারিক - শিলিগুড়িতে গ্রেফতার ভুয়ো সেনা আধিকারিক

নিজেকে সেনা পরিচয় দিয়ে ভুয়ো নিয়োগে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ ও পুলিশ fraud army officer arrested in Siliguri) ৷

ETV Bharat
Fraud Army Officer

By

Published : Nov 10, 2022, 10:44 PM IST

শিলিগুড়ি, 10 নভেম্বর: সেনা আধিকারিকের পরিচয় দিয়ে সেনায় ভুয়া নিয়োগ দেওয়ার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার করল শিলিগুড়ির পুলিশ ৷ বৃহস্পতিবার ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পসের মিলেটারি ইন্টালিজেন্স বিভাগের জওয়ান ও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বাগডোগরা থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে । ধৃতের নাম রাজেশ দূতরাজ । সে নকশালবাড়ি ব্লকের বেলগাছি চা বাগান সংলগ্ন ছিঙ্গা গ্রামের বাসিন্দা (fraud army officer arrested in Siliguri)।

ধৃতের কাছ থেকে বহু চাকরি প্রার্থীর ভুয়া নথি, সেনার ভুয়ো নিয়োগের পত্র, পরিচয় পত্র উদ্ধার করেছে পুলিশ । ধৃতকে এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জামিনের আবেদন খারিজ করে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন । পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নিজেকে বিকাশ ছেত্রী পরিচয় দিয়েছিল । পাশাপাশি নিজেকে সেনার আর্টিলারি জুনিয়র কমিশন অফিসার পদমর্যাদার ব্যক্তি বলেও দাবি করেছিল (Fraud Army Officer) ৷

আরও পড়ুন:মানিকের জামাই ও ভাইয়ের অ্যাকাউন্টেও টাকার লেনদেন হয়েছে, আদালতে দাবি ইডি'র

বহু দিন থেকেই বাগডোগরা সংলগ্ন বিভিন্ন সেনা ছাউনিতে ভুয়া নিয়োগের খবর পাচ্ছিল সেনার গোয়েন্দা বিভাগ । অভিযুক্তের বিষয়ে তথ্য পেলেও তার খোঁজ মিলছিল না । প্রায় পাঁচ বছর ধরে সেনায় ওই ভুয়া নিয়োগের প্রতারণা চক্র চালাচ্ছিল ওই ব্যক্তি । এদিন সকালে সেনার গোয়েন্দা আধিকারিকরা খবর পান বেশ কয়েকজন যুবকের নিয়োগের জন্য শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরা এলাকায় আসছে ওই ব্যক্তি । পুলিশকে সঙ্গে নিয়ে এই এলাকায় হানা দেন সেনা আধিকারিকরা ৷ এরপর বাগডোগরা এয়ারপোর্ট মোড় বাজার থেকে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details