শিলিগুড়ি, 10 নভেম্বর: সেনা আধিকারিকের পরিচয় দিয়ে সেনায় ভুয়া নিয়োগ দেওয়ার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার করল শিলিগুড়ির পুলিশ ৷ বৃহস্পতিবার ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পসের মিলেটারি ইন্টালিজেন্স বিভাগের জওয়ান ও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বাগডোগরা থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে । ধৃতের নাম রাজেশ দূতরাজ । সে নকশালবাড়ি ব্লকের বেলগাছি চা বাগান সংলগ্ন ছিঙ্গা গ্রামের বাসিন্দা (fraud army officer arrested in Siliguri)।
ধৃতের কাছ থেকে বহু চাকরি প্রার্থীর ভুয়া নথি, সেনার ভুয়ো নিয়োগের পত্র, পরিচয় পত্র উদ্ধার করেছে পুলিশ । ধৃতকে এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জামিনের আবেদন খারিজ করে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন । পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নিজেকে বিকাশ ছেত্রী পরিচয় দিয়েছিল । পাশাপাশি নিজেকে সেনার আর্টিলারি জুনিয়র কমিশন অফিসার পদমর্যাদার ব্যক্তি বলেও দাবি করেছিল (Fraud Army Officer) ৷