পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Gold Smuggling: 18 কেজি সোনা পাচারের ছক বানচাল ! গ্রেফতার অসমের 4 বাসিন্দা - সোনা পাচারের খবর

সূত্র মারফত খবর পেয়ে ট্রেন থেকে 11 কোটির সোনা-সহ 4 পাচারকারীকে ধরল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ (Gold Smuggler Arrest)৷

Etv Bharat
সোনা পাচারে অভিযুক্তদের নিয়ে যাওয়া হচ্ছে

By

Published : Feb 13, 2023, 8:30 AM IST

Updated : Feb 13, 2023, 8:50 AM IST

সোনা পাচারে অভিযুক্তদের আদালতে তোলা নিয়ে আইনজীবীর বক্তব্য

শিলিগুড়ি, 13 ফেব্রুয়ারি: কোমরের বিশেষ বেল্টের মধ্যে সোনা লুকিয়ে পাচারের ছক ! সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালিয়ে পাচারকারীদের সেই পরিকল্পনা ভেস্তে দিল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ (ডিআরআই)। রবিবারের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি শহরে (Siliguri News)। ডিআরআইয়ের অভিযানে উদ্ধার হয় 18 কেজি 657 গ্রাম (24 ক্যারাট) সোনা । যার বাজার মূল্য 10 কোটি 60 লক্ষ 83 হাজার 702 টাকা । ঘটনায় ভিন রাজ্যের চার পাচারকারীকে গ্রেফতার করেছে ডিআরআই । ধৃতদের আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেন ।

উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হওয়ায় বরাবরই শিলিগুড়িকে করিডর হিসেবে ব্যবহার করে পাচারের ছক কষে আন্তর্জাতিক পাচারকারীরা । বন্যপ্রাণ সামগ্রী, মাদক, আগ্নেয়াস্ত্র থেকে হিরে, সোনা, কাঠ । যে কারণে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় গোয়েন্দা বিভাগকে । জানা গিয়েছে, সূত্র মারফত খবরের ভিত্তিতে শনিবার শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেল স্টেশন চত্বরে হানা দেয় ডিআরআইয়ের শিলিগুড়ি শাখার আধিকারিকরা । নির্দিষ্ট সময়ে কাঞ্চনজঙ্ঘা ট্রেন এনজেপি স্টেশনে পৌঁছতেই ট্রেনে উঠে পড়েন ডিআরআই আধিকারিকরা । চলন্ত ট্রেনে সন্দেহভাজন চার ব্যক্তি নজরে এলে তাদের প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয় । এরপর কথায় অসঙ্গতি মিলতেই তাদের আটক করে শুরু হয় তল্লাশি ।

ডালখোলা স্টেশনে পৌঁছতেই পাচারকারীদের শিলিগুড়ি নিয়ে আসা হয় । শিলিগুড়ির ডিআরআই অফিসে নিয়ে গিয়ে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একে একে 90টি সোনার বাট । যার ওজন 18 কেজি 657 গ্রাম । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই বিপুল পরিমাণ সোনা ইন্দো-মায়ানমারের মোরেহ সীমান্ত হয়ে এদেশে নিয়ে আসা হয়েছিল । এরপর তা অসম হয়ে কলকাতায় পাচারের ছক কষেছিল পাচারকারীরা । ওই সোনা পাচারের ঘটনায় ধৃতরা হল নির্মলেন্দু পাল, সুজন পাল, পীযূষ পোদ্দার এবং সুজিত দাস । সকলেই অসমের করিমগঞ্জের বাসিন্দা । এই বিষয়ে সরকারি আইনজীবী রতন বণিক বলেন, "ধৃতরা কোমরের বিশেষ বেল্টে ওই সোনা পাচারের জন্য নিয়ে যাচ্ছিল । ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ।"

আরও পড়ুন :পাচারের আগেই নদিয়ায় উদ্ধার 3 কোটি টাকার সোনা, গ্রেফতার 2

Last Updated : Feb 13, 2023, 8:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details