শিলিগুড়ি, 21 মার্চ : 4 দিনের উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (North Bengal Tour of CM) ৷ চলতি মাসের 28 থেকে 31 মার্চ পর্যন্ত 4 দিনের সফরে দার্জিলিং আসার কথা মুখ্যমন্ত্রীর (Four Day North Bengal Tour of CM Mamata Banerjee from 28th March) ৷ তবে, রাজ্য সরকারের তরফে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি ৷ কিন্তু, ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে ৷ প্রস্তুতিও শুরু করে দিয়েছেন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা ৷
মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে একপ্রকার প্রস্তুতি শুরু করে দিয়েছে শিলিগুড়ির প্রশাসনিক আধিকারিকরা (Preparation Starts for North Bengal Tour of CM Mamata Banerjee) ৷ সোমবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পরিদর্শনে যান পুলিশ কমিশনার গৌরব শর্মা-সহ অন্যান্য আধিকারিকরা ৷ যদিও, মুখ্যমন্ত্রীর সফর নিয়ে মুখ খুলতে চাননি গৌরব শর্মা ৷ তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সামনেই শিলিগুড়ি মহকুমা পরিষদ ও পাহাড়ে জিটিএ নির্বাচন রয়েছে ৷ পাশাপাশি সফর চলাকালীন শিলিগুড়িতে সরকারি কর্মসূচিতে যোগ দেবেন তিনি ৷ মহকুমা পরিষদ নির্বাচন নিয়ে তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর ৷
আরও পড়ুন : Mamata Banerjee: জিটিএ নির্বাচনের ইঙ্গিত, পাহাড়ে শীঘ্রই লাগু ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা