পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Darjeeling Red Pandas : চিড়িয়াখানা থেকে জঙ্গলে ফিরছে চারটি রেড পান্ডা - দার্জিলিং রেড পান্ডা

রেড পান্ডার সংখ্যা বাড়াতে উদ্যোগী হয়েছে বন দফতর ৷ পদ্মজা নায়ডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক কর্তৃপক্ষের সহযোগিতায় দার্জিলিংয়ের চিড়িয়াখানাতেই রেড পান্ডার বংশবিস্তার করানো হচ্ছে ৷ এবার এমনই চারটি রেড পান্ডাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ৷ ‘রেড পান্ডা বৃদ্ধি প্রকল্প’ (Red Panda Augmentation Programme)-এর আওতায় এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে ৷ বন দফতর ও পদ্মজা নায়ডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক কর্তৃপক্ষের এই উদ্যোগ সাধুবাদ জানিয়েছেন পরিবেশপ্রেমীরাও ৷

four animals will be released under red panda augmentation program
Red Panda Augmentation Program : চিড়িয়াখানা থেকে জঙ্গলে ফিরছে চারটি রেড পান্ডা

By

Published : Dec 1, 2021, 4:00 PM IST

Updated : Dec 1, 2021, 7:47 PM IST

দার্জিলিং, 1 ডিসেম্বর :বিশ্বায়নের চাপে বিপন্ন বন্যপ্রাণ ৷ পশুপাখিদের একটা বড় অংশই বিলুপ্তপ্রায় ৷ তার মধ্যে অন্যতম দার্জিলিংয়ের রেড পান্ডা (Red Panda) ৷ রেড পান্ডার বংশবিস্তারে ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে বন দফতর ৷ চিড়িয়াখানা চত্বরেই রেড পান্ডার প্রজনন করানো হচ্ছে ৷ সেই কাজে যথেষ্ট সফল হয়েছে পদ্মজা নায়ডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক কর্তৃপক্ষ (Padmaja Naidu Himalayan Zoological Park) ৷ আর এবার খাঁচা থেকে জঙ্গলের স্বাভাবিক পরিবেশে রেড পান্ডাকে ফেরানোর প্রক্রিয়া শুরু করছে তারা ৷ এর জন্য দু’টি পুরুষ এবং দু’টি স্ত্রী রেড পান্ডাকে বাছাই করা হয়েছে ৷

আরও পড়ুন :কী সুখবর দিল শোভা ও নোয়েল ...

পাঁচ বছর আগে পার্কে রেড পান্ডার সংখ্যা ছিল 11 ৷ বর্তমানে তা বেড়ে হয়েছে 28 ৷ চলতি বছরই তিনটি রেড পান্ডার শাবকের জন্ম হয়েছে ৷ তারপরই পূর্ণবয়স্ক চারটি পান্ডাকে জঙ্গলে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তা না হলে পার্কের ভিতর জায়গার তুলনায় রেড পান্ডার সংখ্যা ক্রমশ বাড়বে ৷ রাজ্য জু অথরিটি ও রাজ্য বন দফতরের তরফে ওই উদ্যোগকে বলা হয়েছে ‘রেড পান্ডা বৃদ্ধি প্রকল্প’ (Red Panda Augmentation Programme) ৷

দার্জিলিং চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই এখানকার তোপকেদাড়া রেডপান্ডা ব্রিডিং সেন্টারের চারটি রেড পান্ডাকে জঙ্গলে ফেরত পাঠানোর জন্য চিহ্নিত করা হয়েছে ৷ আপাতত এই চারটি প্রাণীকে তূলনামূলক কম ঘনত্বের জঙ্গলে ছাড়া হয়েছে ৷ তাদের উপর সর্বক্ষণ নজরও রাখা হচ্ছে ৷ স্বাভাবিক পরিবেশে তারা স্বাধীন ও সুস্থভাবে বেঁচে থাকতে পারবে কিনা, সেটাই খতিয়ে দেখা হচ্ছে ৷ এই পরীক্ষা সফল হলেই ওই চারটি রেড পান্ডাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ৷

পুরুষ রেড পান্ডা দু’টির নাম শিফু ও নোয়েল ৷ আর স্ত্রী রেড পান্ডা দু’টি হল, স্মাইল ও ইয়েসে ৷ শিফুর বয়স 8 বছর, নোয়েলের বয়স 6 বছর, স্মাইল 9 বছরের এবং ইয়েসের বয়স 4 বছর ৷ তথ্য বলছে, চিড়িয়াখানার মতো আবদ্ধ পরিবেশে একটি রেড পান্ডা 15 বছর বয়স পর্যন্ত বাঁচে ৷ কিন্তু জঙ্গলে তাদের আয়ু কিছুটা কমে 12 থেকে 13 বছরে দাড়াঁয় ৷ শিফু ও স্মাইল তুলনামূলক অভিজ্ঞ ৷ তাই তাদের নেতৃত্বেই জঙ্গলের খোলা পরিবেশ ফিরবে নোয়েল ও ইয়েসে ৷ সবথেকে বড় বিষয় হল, এই রেড পান্ডাগুলি ইতিমধ্যেই খাঁচার মধ্যে সন্তানের জন্ম দিয়েছে ৷ তাই খোলা জায়গায় তাদের অসুবিধা হবে না বলেই আশা চিড়িয়াখানা কর্তৃপক্ষের ৷ জঙ্গলে ছাড়ার আগে রেড পান্ডাগুলিকে জিপিএস কলার পরানো হবে ৷ নিউজিল্যান্ড থেকে সেই কলার আনা হচ্ছে ৷ এই কলারের সাহায্যে আগামী এক বছর এই চারটি প্রাণীর উপর নজরদারি চালানো হবে ৷

রেড পান্ডার সংখ্যা বাড়াতে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশপ্রেমীরা

আরও পড়ুন :দার্জিলিং চিড়িয়াখানায় নতুন অতিথি, জন্ম রেড পান্ডার

চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, খুব দ্রুত এই চারটি পান্ডাকে সিঙ্গালিলার জঙ্গলে ছাড়া হবে ৷ সেখানে তারা মানিয়ে নিতে পারলে হিমালয় পার্বত্য এলাকার এই অংশে ফের রেড পান্ডার সংখ্যা বাড়বে ৷ যা এই প্রকল্পের প্রধান লক্ষ্য ৷ বন দফতর ও পদ্মজা নায়ডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক কর্তৃপক্ষের এই উদ্যোগ সাধুবাদ জানিয়েছেন পরিবেশপ্রেমীরাও ৷

Last Updated : Dec 1, 2021, 7:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details