শিলিগুড়ি, 21 নভেম্বর : কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ উঠল BJP-র 6 নম্বর মণ্ডলের প্রাক্তন সভাপতি কাজল বিশ্বশর্মার বিরুদ্ধে । ঘটনাটি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের NJP থানার গেটবাজার এলাকার । ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস ও তাদের ছাত্র সংগঠন । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় ।
লোকসভা নির্বাচনের পরই অভিযুক্ত কাজল বিশ্বশর্মাকে 6 নম্বর মণ্ডলের সভাপতি পদ থেকে অপসারণ করে জেলা BJP । তিনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কর্মরত । সেই ব্যাঙ্কেই অ্যাকাউন্ট রয়েছে সাহুডাঙ্গির বাসিন্দা ওই কিশোরীর । অ্যাকাউন্টে কিছু সমস্যা দেখা দেওয়ায় ব্যাঙ্কে যোগাযোগ করে কিশোরী । আজ দুপুরে ব্যাঙ্কে যায় ওই কিশোরী । অভিযোগ, সেই সময় কাজল কিশোরীর শ্লীলতাহানির চেষ্টা করেন । ঘটনাটি জানাজানি হতেই পরিবারের তরফে NJP থানায় অভিযোগ দায়ের করা হয় । দোষীর শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস ও তাদের ছাত্র সংগঠন ।