দার্জিলিং, 26 সেপ্টেম্বর : বন দপ্তরের অনুমতির জন্য পাহাড়ে যাতে কোনও উন্নয়নমূলক কাজ আটকে না থাকে, তার নির্দেশ দিলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় । এনিয়ে গতকাল দার্জিলিং পাহাড়ে GTA চেয়ারম্যান অনিত থাপার সঙ্গে বৈঠক করেন তিনি ।
বন দপ্তরের অনুমতির অভাবে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা GTA এলাকায় বেশ কিছু উন্নয়নমূলক কাজ আটকে রয়েছে ৷ কিন্তু এবার থেকে পাহাড়ে উন্নয়নের কাজে যাতে আর কোনওরকম সমস্যা না হয় , সেই বিষয়ে GTA-র সদর দপ্তর লালকুঠিতে বৈঠক করেন বনমন্ত্রী ৷ এই বৈঠকে GTA চেয়ারম্যান অনিত থাপা ছাড়াও রাজ্যের বন দপ্তরের মুখ্য সচিব-সহ GTA-এর প্রধান সচিব এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন । বৈঠকে বেশ কিছু প্রকল্পের কাজ নিয়ে আলোচনা করা হয় ।