পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kurseong Forest School: কার্শিয়াঙের ফরেস্ট স্কুল ঘিরে তৈরি হবে ইকো-ট্যুরিজম হাব, উদ্যোগী বন দফতর

1907 সালের কার্শিয়াং ফরেস্ট স্কুলে ফের এবার প্রশিক্ষণ নিতে পারবেন দেশ-বিদেশের বনকর্মীরা ৷ সেই সঙ্গে ডাউহিলের ফরেস্ট স্কুল ও মিউজিয়ামকে ঘিরে ইকো ট্যুরিজম হাব গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে বন দফতরের ৷

Kurseong Forest School
প্রাচীন আমল থেকে বসবাসকারী পাহাড়বাসীদের সরঞ্জাম

By

Published : May 15, 2023, 6:13 PM IST

Updated : May 15, 2023, 7:28 PM IST

কার্শিয়াঙের ফরেস্ট স্কুল ঘিরে তৈরি হবে ইকো ট্যুরিজম হাব

দার্জিলিং, 15 মে: কার্শিয়াং মহকুমার ডাউহিলে অবস্থিত ঐতিহাসিক কার্শিয়াং ফরেস্ট স্কুলকে ঘিরে এবার ইকো ট্যুরিজম হাব তৈরির উদ্যোগ রাজ্য বন দফতরের। সেখানে পর্যটকদের থাকার জন্য যাবতীয় পরিকাঠামো গড়ে তোলারও উদ্যোগ নেওয়া হয়েছে বন দফতরের তরফে। প্রয়োজনে এ বিষয়ে সহযোগিতা নেওয়া হবে পর্যটন দফতরের। শুধু তাই নয়, অবিভক্ত ভারতবর্ষ থাকাকালীন একসময় নেপাল, ভুটান, আফগানিস্তান থেকে বনকর্মীরা ওই ফরেস্ট স্কুলে প্রশিক্ষণ নিতে আসতেন। সেই ফরেস্ট স্কুলকে পুনরুজ্জীবিত করে পুরনো অবস্থায় ফেরানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

আগামীতে ওই ফরেস্ট স্কুলে দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি নেপাল, ভুটান, বাংলাদেশ থেকেও বন কর্মীরা এসে ফের একবার প্রশিক্ষণ নিতে পারবেন। ওই বিষয়ে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "কার্শিয়াংয়ের ডাউহিলের ফরেস্ট স্কুল ও মিউজিয়ামের একটা ঐতিহ্য আছে। ঐতিহাসিক আমল থেকে ওই ফরেস্ট স্কুলের একটা আলাদা জায়গা রয়েছে। অবিভক্ত ভারতে যা বনকর্মীদের দ্বিতীয় সর্ববৃহৎ প্রশিক্ষণ কেন্দ্র ছিল। সেজন্য সেটিকে পুনরুজ্জীবিত করা হবে। পর্যটকরা যাতে আরও বেশি সেখানে আকর্ষিত হয় তারও ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে একটা ইকো ট্যুরিজম হাব গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।"

ঐতিহাসিক ফরেস্ট স্কুল

রাজ্যের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ, উত্তরবঙ্গ) রাজেন্দ্র জাখর বলেন, "ফরেস্ট স্কুলের পাশাপাশি মিউজিয়ামটিকেও আরও সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও সেখানে কৃত্রিম উপায়ে পাখির প্রজনন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। সেখানে হিমালয়ে থাকা বিলুপ্তপ্রায় প্রজাতির পাখির ডিম কৃত্রিমভাবে প্রজনন হচ্ছে। যার সফলতার হার 30 শতাংশ থেকে বেড়ে 70 থেকে 90 শতাংশ পর্যন্ত গিয়েছে।" জানা গিয়েছে, স্বাধীনতার পূর্বে 1907 সালে ব্রিটিশ আমলে ওই ফরেস্ট স্কুলটি তৈরি করা হয়েছিল।

আরও পড়ুন:আন্তর্জাতিক অরণ্য দিবসে দ্য ড্রিমার্স নিয়ে আসছে 'ফরেস্ট মিউজিক ফেস্টিভ্যাল'

কার্শিয়াং ফরেস্ট রেঞ্জার্স ট্রেনিং সেন্টার নামে ওই স্কুল চালু করা হয়েছিল। সেখানে প্রতিবেশী দেশ থেকে বনকর্মীরা এসে প্রশিক্ষণ নিতেন। মূলত বিট অফিসার থেকে রেঞ্জার পদমর্যাদার বনকর্মীদের সেখানে প্রশিক্ষণ দেওয়া হত। পরবর্তীতে ওই জায়গাটি ধুঁকতে শুরু করে। রাজ্যে পালাবদল হলে বর্তমান সরকার ফের সেটিকে মেরামত ও সংস্কার করে। পুরো প্রশিক্ষণ কেন্দ্রটি ও মিউজিয়ামটি কাঠের নির্মিত। সেখানে হিমালয়ে বসবাসকারী প্রায় 78টি প্রজাতির প্রাণীর দেহের অংশ সংরক্ষণ করে রাখা আছে। এছাড়াও সেখানে প্রাচীন আমল থেকে বসবাসকারী পাহাড়বাসীদের হাতিয়ার, সরঞ্জামও রয়েছে ওই ফরেস্ট স্কুলে।

Last Updated : May 15, 2023, 7:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details