দার্জিলিং, 19 অগস্ট: বেঙ্গল সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল টাইগার কিকার দুই শাবকের মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ সেই ঘটনায় এবার কর্তৃপক্ষকে কার্যত ক্লিনচিট দিল রাজ্য বন দফতর ও জু অথরিটি । তাদের দাবি, ওই দুই শাবকের মৃত্যুর জন্য মা সাদা বাঘ কিকাই অনেকাংশে দায়ী ৷ এমনটাই বন দফতরকে দেওয়া রিপোর্টে দাবি করা হয়েছে বলে সূত্রের খবর। কিকা শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে জন্ম থেকে শাবক দুটির মধ্যে নানা জটিল রোগ ছিল। পাশাপাশি, শাবকদের ঠিকমতো দেখাশোনা করতে পারেনি ৷ সেই কারণেই শাবক দুটির মৃত্যু হয়েছে বলে খবর।
অন্যদিকে, চলতি মাসে বেঙ্গল সাফারি পার্কে মৃত্যু হয়েছে বাইরে থেকে আনা বেশ কয়েকটি হগ ডিয়ার ও ব্ল্যাক বাক ডিয়ার বা কৃষ্ণসার হরিণের । তাই এবার গোটা ঘটনার তদন্ত করতে উদ্যোগী হয়েছেন খোদ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। 26 অগস্ট বেঙ্গল সাফারি পার্কে আসবেন তিনি। সঙ্গে থাকবেন রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী-সহ বন দফতরের অন্য আধিকারিকরা।
রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "আমি সবটাই খতিয়ে দেখতে বলেছি । সামনের সপ্তাহে আমি নিজে বেঙ্গল সাফারি পার্কে যাব । একটা বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে । তবে বাঘের শাবকের মৃত্যুতে কোনও গাফিলতি নেই বলে জানা গিয়েছে ।"
বন দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, দুই শাবকেরই জন্ম থেকে শারীরিক অসুস্থতা ছিল । যেটার মূল কারণ কিকা নিজে । ফলে কিছুটা অবহেলায় পরে গিয়েছিল শেষ শাবকটি। সেটিকে ঠিকমতো দেখাশোনা করতে পারছিল না কিকা । সেই কারণে তার মৃত্যু হয়। রাজ্য বন দফতর সূত্রে জানা গিয়েছে, 2018 সালের 11 মে কিকার জন্ম হয়। জন্মের থেকেই সে চোখে কম দেখে, কানে কম শোনে।
পাশাপাশি তার সামনের একটি পায়েও সমস্যা রয়েছে । তার শারীরিক পরিস্থিতি কমজোর হওয়ার কারণেই তার শাবকরাও নানা সমস্যা নিয়ে জন্ম নেয় । কিকার প্রথম শাবক জন্মের কিছুক্ষণের মধ্যেই মারা যায় । মৃত্যুর কারণ ছিল কিকার অবহেলা। সেই কারণে প্রথম শাবকটি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় । প্রথম শাবকটির লিভারে ক্ষত ও ডান পাশের কিডনি ফুলে গিয়েছিল ।
আরও পড়ুন:বেঙ্গল সাফারি পার্কে দ্বিতীয় ব্যাঘ্র শাবকের মৃত্যু, খাওয়া বন্ধ মা কিকা'র
অন্যদিকে, দ্বিতীয় শাবকটিও একইভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় । অসুস্থ হওয়ার কারণে ঠিকমতো শাবকটিকে দুধ পান করাতো না কিকা । মায়ের স্নেহের অভাবের কারণে দ্বিতীয় শাবকটির নিউমোনিয়ায় আক্রান্ত হয়। নাক দিয়ে রক্ত বেরতে থাকে। বাঁ দিকের ফুসফুসে 2.5 মিলিমিটার রক্ত জমে যায় । দুই শাবকের মৃত্যুর পিছনে কিকা কারণ হয়ে থাকলেও পার্কের অন্যান্য প্রাণীর মৃত্যুর পিছনে পার্কের গাফিলতির অভিযোগ উঠছে । সেই কারণে বেশ দুশ্চিন্তায় বন দফতরের একাংশ ও পশুপ্রেমীরা ।