শিলিগুড়ি, 12 অগস্ট: ট্রেনের ধাক্কায় গর্ভবতী হাতি মৃত্যুর ঘটনায় টেকনিক্যাল তদন্ত কমিটি গঠন করল বন দফতর। রাজ্যের প্রধান মুখ্য বনপালকে ওই কমিটির চেয়ারম্যান করা হয়েছে। অন্যদিকে, ইতিমধ্যে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা রুজু করেছে বিন বিভাগ। রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। সেই সঙ্গে রেলের বিরুদ্ধে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রককেও চিঠি দিয়েছে রাজ্য বন দফতর ৷
সম্প্রতি, চাপরামারিতে একটি মালগাড়ির ধাক্কায় মৃত্যু হয় ওই গর্ভবতী হাতির। এই প্রশ্নের মুখে পড়েছে রেলের ভূমিকা। গর্ভে সন্তান থাকায় আসতে যাচ্ছিল হাতিটি। আর তাই দ্রুতগতিতে থাকা মালগাড়ির ধাক্কায় মৃত্যু হল ওই অন্তঃসত্ত্বা হাতির। রেল দুর্ঘটনার জেরে গর্ভস্থ সন্তান ছিন্নভিন্ন হয়ে হাতিটির পেট থেকে ৷ পাশপাশি হাতিটির আটটি হাড় ভেঙে যায় ৷ যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ওই ঘটনার পর ক্ষুব্ধ রাজ্যের বন আধিকারিকরা। যদিও ট্রেনের গতি যে 30 কিলোমিটারের বেশি ছিল না তা মানতে নারাজ রেল কর্তৃপক্ষ। আর সেই কারণেই পুরো ঘটনার তদন্ত ও আগামীতে সেই সমস্যার সমাধানে একটি টেকনিক্যাল কমিটি গঠন করেছে বন দফতর।