পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Elephant Deaths Controversy: হাতির মৃত্যুর ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গড়ল বন দফতর - Forest Department

পাহাড়ে হাতির মৃত্যুর ঘটনায় সাতদিনের মধ্যে রিপোর্ট তলব বন দফতরের (Forest Department)। গড়া হল তদন্ত কমিটি । জখম হাতির উদ্দেশ্যে জঙ্গলে তল্লাশি অভিযান এলিফ্যান্ট স্কোয়াডের ৷

Elephant Deaths Controversy
হাতির মৃত্যুর ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গড়ল বন দফতর

By

Published : Mar 17, 2023, 8:19 PM IST

হাতির মৃত্যুতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গড়ল বন দফতর

দার্জিলিং, 17 মার্চ: ফায়ারিং রেঞ্জে ঢুকে পড়ায় মৃত তিন হাতির ঘটনায় এবার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গড়ল (Forest Department Formed a Fact-Finding Committee) বন দফতর। শুধু তাই নয়, আগামী সাতদিনের মধ্যে ওই কমিটিকে ময়নাতদন্তের রিপোর্ট-সহ পুরো ঘটনার বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বন দফতরের তরফে। বৃহস্পতিবার রাতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে সাতদিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) তথা চিফ ওয়াইল্ড লাউফ ওয়ার্ডেন দেবল রায়।

অন্যদিকে, ওই ঘটনাতেই আরও বেশ কিছু হাতি জখম রয়েছে বলে জানতে পেরেছে বন দফতর । সেইসব হাতির উদ্দেশ্যে জঙ্গলে একপ্রকার চিরুনি তল্লাশি শুরু করেছে বন দফতর । তবে এই হাতিগুলির মৃত্যুর ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন কর্তৃপক্ষ । আগামীতে যাতে এই ধরনের ঘটনার কোনওরকম পুনরাবৃত্তি না-ঘটে সেজন্য উত্তরবঙ্গের সমস্ত উচ্চপদস্থ বন আধিকারিকদের তৎপর থাকার নির্দেশ দিয়েছে অরণ্য ভবন ।

এই বিষয়ে রাজ্যের প্রধান মুখ্য বনপাল (হেড অফ ফরেস্ট ফোর্স) সৌমিত্র দাশগুপ্ত বলেন, "আমরা মূলত ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছি । সেই রিপোর্ট পেলে সমস্ত বিষয় পরিষ্কার হবে। পাশাপাশি একটি বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। কীভাবে ও কখন ওই ঘটনাগুলি ঘটল তা বিস্তারিত জানাতে বলা হয়েছে।" পাশাপাশি রাজ্যের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ) ও চিফ ওয়াইল্ড লাইফ ওয়ারডেন দেবল রায় বলেন, "সাত দিনের মধ্যে একটি রিপোর্ট দিতে বলা হয়েছে। উত্তরের সমস্ত উচ্চপদস্থ বন আধিকারিকদের নিয়ে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হয়েছে। তারা সেই রিপোর্ট দেবে।"

আরও পড়ুন:ফের হাতির রক্তাক্ত দেহ উদ্ধার, ফায়ারিং রেঞ্জে ঢোকা নিয়ে তরজা শুরু সেনা ও বন দফতরের

বন দফতর সূত্রে জানা গিয়েছে, দু'দিনে মৃত তিন হাতির ময়নাতদন্ত ইতিমধ্যে শেষ হয়েছে। বেঙ্গল সাফারি পার্কের পশু চিকিৎসক নিক দোলে, গরুমারার পশু চিকিৎসক স্মিতা মণ্ডল ও বেলাকোবা রেঞ্জের পশু চিকিৎসক সর্বাশিষ বর্মন, ওই তিন চিকিৎসক মিলে ওই তিনটি হাতির ময়নাতদন্ত করেছেন। ইতিমধ্যে ওই তিন হাতির শেষকৃত্য হয়েছে। হাতিগুলিকে নিরাপদে দাহ করা করা হয়েছে। পাশাপাশি জানা গিয়েছে, বৃহস্পতিবার রাজ্যের মুখ্য বনপাল দেবল রায় নির্দেশিকা জারি করে রিপোর্ট তলব করেছেন। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে উত্তরের মুখ্য বনপাল এসকে মোলে, প্রধান মুখ্য বনপাল উজ্জ্বল ঘোষ, মুখ্য বনপাল রাজেন্দ্র জাখর, ডিএফও হরে কৃষ্ণকে রাখা হয়েছে। অন্যদিকে, ঘটনায় আর কোনও জখম হাতি রয়েছে কিনা তার জন্য মহানন্দা অভয়ারণ্যে ও বৈকুন্ঠপুর জঙ্গলে তল্লাশি শুরু করে এলিফ্যান্ট স্কোয়াড। রীতিমতো স্নিফার ডগ ও স্কোয়াডের হাতি নিয়ে জঙ্গলে তল্লাশি চালাচ্ছেন স্কোয়াডের কর্মীরা।

ABOUT THE AUTHOR

...view details