দার্জিলিং, 18 অগস্ট: হাতির দাঁত পাঁচার চক্রের সঙ্গে জড়িত সেনা জওয়ান ! শুধু তাই নয়, সিকিম পুলিশের এক কনস্টেবলও সেই চক্রের অংশ হয়ে উঠেছেন বলে অভিযোগ ৷ এমনই ঘটনার সাক্ষী নকশালবাড়ি ৷ পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে হাতির দাঁত-সহ পাঁচ পাচারকারীকে গ্রেফতার করা হয়। রাজ্য বন দফতরের ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো এবং এসএসবি-র 41 নম্বর ব্যাটেলিয়ন ও টুকুরিয়াঝাড় রেঞ্জের আধিকারিকরা যৌথভাবে অভিযান চালান ৷ সেই 5 জনের মধ্যে একজন সিকিম পুলিশের কনস্টেবল এবং আরেকজন বিএসএফ জওয়ান ৷ উদ্ধার হওয়া ওই হাতির দাঁতের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় 15 লক্ষ টাকা।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে আছেন দার্জিলিঙের বাসিন্দা রিওয়াজ প্রধান । তিনি সিকিম পুলিশের কনস্টেবল। পাশাপাশি কালচিনির বাসিন্দা তপন থাপা নামে এক বিএসএফ জওয়ানকেও গ্রেফতার করা হয়েছে ৷ বাকি তিনজন হলেন, প্রভু মুন্ডা, ধরম দাস ও রিয়ান খড়িয়া ৷ এদের কাছ থেকে প্রায় 1 কেজি ওজনের একটি হাতির দাঁত পাওয়া গিয়েছে ৷