শিলিগুড়ি, 30 জানুয়ারি :শিলিগুড়ি ও লাগোয়া এলাকায় দু’টি অভিযান চালিয়ে পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ৷ উদ্ধার হল চার লাখ নগদ এবং প্রায় এক কেজি ব্রাউন সুগার। উদ্ধার হয়েছে ধারালো অস্ত্রও৷
গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোরে একটি অভিযান চালায় মাটিগাড়া থানার পুলিশ৷ খাপড়াইল মোড় থেকে গ্রেপ্তার করে দু’জনকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় নগদ চার লাখ টাকা এবং ৯৫০ গ্রাম ব্রাউন সুগার। খাপরাইল মোড়ে বাস থেকে নামতেই অভিযুক্তদের পকড়াও করে পুলিশ। তদন্তে জানা গিয়েছে, ধৃতরা মালদা থেকে এই মাদক শিলিগুড়িতে বিক্রি করতে নিয়ে এসেছিল৷ অভিযুক্তদের মধ্য়ে ইসমাইল হক মালদারই কালিয়াচকের বাসিন্দা৷ তার সঙ্গী মহম্মদ কওসরের বাড়ি মাটিগাড়ার বিশ্বাস কলোনিতে৷ শনিবার শিলিগুড়ি আদালত দু’জনকেই সাত দিনের পুলিশ হেপাজতে পাঠায়৷