শিলিগুড়ি, 8 ফেব্রুয়ারি: "আমি পুরমন্ত্রীর পদে থাকার সময় অনেক চেষ্টা করেও শিলিগুড়ির প্রকৃত উন্নয়ন করতে পারিনি । রাজনীতির কারণে রাজ্য সরকারের টাকা পৌরনিগম নেয়নি বা সঠিকমতো খচর করতে পারেনি । সেইজন্য এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতধরে শিলিগুড়িতে উন্নয়ন হবে ।" মঙ্গলবার শিলিগুড়িতে পৌরভোটের (SMC Election 2022) প্রচারে এসে একথা বলেন রাজ্যের পরিবহণমন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ৷
এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ বলেন,"শিলিগুড়ি এর আগে সিপিএমকে দেখেছে, কংগ্রেসকে দেখেছে । আমি পুরমন্ত্রী হয়েও শিলিগুড়ির উন্নয়ন করতে পারিনি । রাজনীতির কারণে উন্নয়নের টাকা বোর্ড নেয়নি বা খরচ করতে পারেনি । অনেক চেষ্টা করেছি । রাজ্য সরকারকে বদনাম করার জন্য সেসব করেছিল । শিলিগুড়ি পৌরনিগম আমাদের হলে কাজ করতে সুবিধা হবে ।"