শিলিগুড়ি, 7 ফেব্রুয়ারি: শহরের প্রাণকেন্দ্রে একটি বহুতলে আগুন ঘটনা । মঙ্গলবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়িতে । শিলিগুড়ি পৌরনিগমের 13 নম্বর ওয়ার্ডের পাঞ্জাবীপাড়ার প্রণামী মন্দির রোডের একটি বহুতলে আগুন লাগে ৷ জানা গিয়েছে, পাঞ্জাবীপাড়ার বাসিন্দা কেশব আগরওয়ালের মেয়ের বিয়ে রয়েছে 9 ফেব্রুয়ারি ।
সেই উপলক্ষে এদিন তাঁর বাড়িতে সঙ্গীত অনুষ্ঠান চলছিল । আচমকা ওই সঙ্গীত অনুষ্ঠানে পুজো চলার সময় এসির মেশিনে বিস্ফোরণ হয় (Fire During the Wedding Sangeet Ceremony)। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা । এরপরই আগুন লেগে যায় ৷ আগুন লাগার পর এলাকাবাসী ও প্রতিবেশীরা আশেপাশের বহুতল থেকে জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 2টি ইঞ্জিন । পাশাপাশি পৌঁছয় ভক্তিনগর থানা, পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ, শিলিগুড়ি পৌরনিগমের মেয়র পারিষদ মানিক দে ও বরো চেয়ারম্যান মুন্না প্রসাদ । স্থানীয় বাসিন্দারাই ওই পরিবারের সদস্যদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে সক্ষম হয় । দমকলের দু'টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ৷