পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মধ্যরাতে আগুন শিলিগুড়ির জংশন এলাকায়, পুড়ল ১৪টি দোকান - fire

শিলিগুড়ির তেনজিং নোরগে বাসস্ট্যান্ডের উলটোদিকে জংশন এলাকায় আগুন । পুড়ল ১৪ টি দোকান । ক্ষতির পরিমাণ লক্ষাধিক ।

মধ্যরাতে আগুন

By

Published : Sep 16, 2019, 11:21 AM IST

Updated : Sep 16, 2019, 11:29 AM IST

শিলিগুড়ি, ১৬ সেপ্টেম্বর : ফের আগুন শিলিগুড়িতে৷ এবার আগুন লাগল তেনজিং নোরগে বাসস্ট্যান্ডের উলটোদিকে জংশন এলাকায় । ক্ষতিগ্রস্ত হয়েছে ১৪টি দোকান । যদিও আগুন লাগার কারণ নিয়ে এখনও ধোয়াঁশা রয়েছে ।

মাস কয়েক আগেই শিলিগুড়ির বিধানমার্কেটে আগুন লাগে । পুড়ে যায় সাতটি দোকান । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আগুন লাগল শিলিগুড়ির প্রাণকেন্দ্র জংশন এলাকায় ৷ ফলে পুজোর আগে ক্ষতির মুখে পড়তে হল সেখানকার ব্যবসায়ীদের।

দাউদাউ করে জ্বলছে দোকান

মধ্যরাতে ওই এলাকায় আগুন লাগে । খবর পেয়ে দুর্ঘটনাস্থানে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন । কয়েক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে ৷

ব্যবসায়ীরা বলেন, কত পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয় । তবে ক্ষতির পরিমাণ লক্ষাধিক হবে । কারণ প্রতিটি দোকানই পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে ।

Last Updated : Sep 16, 2019, 11:29 AM IST

ABOUT THE AUTHOR

...view details