শিলিগুড়ি, ১৬ সেপ্টেম্বর : ফের আগুন শিলিগুড়িতে৷ এবার আগুন লাগল তেনজিং নোরগে বাসস্ট্যান্ডের উলটোদিকে জংশন এলাকায় । ক্ষতিগ্রস্ত হয়েছে ১৪টি দোকান । যদিও আগুন লাগার কারণ নিয়ে এখনও ধোয়াঁশা রয়েছে ।
মাস কয়েক আগেই শিলিগুড়ির বিধানমার্কেটে আগুন লাগে । পুড়ে যায় সাতটি দোকান । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আগুন লাগল শিলিগুড়ির প্রাণকেন্দ্র জংশন এলাকায় ৷ ফলে পুজোর আগে ক্ষতির মুখে পড়তে হল সেখানকার ব্যবসায়ীদের।