শিলিগুড়ি, 17 ফেব্রুয়ারি: ভয়াবহ অগ্নিকাণ্ডে হোটেলেই পুড়ে মৃত্যু ব্যক্তির ৷ বৃহস্পতিবার মধ্যরাতে শিলিগুড়ির সেবক মোড়ে এই ঘটনাটি ঘটেছে ৷ এই অগ্নিকাণ্ডের ঘটনায় আরও চারটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর (Fire Broke Out in Siliguri Hotel) ৷ ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন গিয়ে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷ জানা গিয়েছে, মৃত পরিমল দাস (45) রাস্তার ধারে ওই খাবারের হোটেলের ভিতরেই ঘুমাচ্ছিলেন ৷ তিনি কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা ৷ ঘটনায় শিলিগুড়ি পৌরনিগমের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে ৷
বৃহস্পতিবার গভীর রাতে শিলিগুড়ির সেবক মোড়ের হিলকার্ট রোডের পাশে থাকা একটি খাবার হোটেলে আগুন লাগে ৷ ঘটনায় ওই খাবারের হোটেলের সমস্ত সামগ্রী পুড়ে গিয়েছে ৷ আশেপাশের আরও চারটে দোকানে আগুন ছড়িয়ে পড়ে ৷ সেগুলিও পুরোপুরি জ্বলে গিয়েছে ৷ দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ ও দমকলের অনুমান খাবারের হোটেলে থাকা সিলিন্ডার বিস্ফোরণের জেরেই ঘটনাটি ঘটেছে ৷