শিলিগুড়ি, ১০ ফেব্রুয়ারি : শিলিগুড়ির ফাঁসিদেওয়ার বিধাননগরের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে একটি গ্যাস ট্যাঙ্কারে আগুন লাগে। আজ ভোররাতে এই ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে পৌঁছায় দমকলের দু'টি ইঞ্জিন। ঘটনায় কেউ হতাহত হয়নি।
শিলিগুড়ি, ১০ ফেব্রুয়ারি : শিলিগুড়ির ফাঁসিদেওয়ার বিধাননগরের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে একটি গ্যাস ট্যাঙ্কারে আগুন লাগে। আজ ভোররাতে এই ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে পৌঁছায় দমকলের দু'টি ইঞ্জিন। ঘটনায় কেউ হতাহত হয়নি।
আজ ভোররাতে শিলিগুড়ি থেকে কলকাতা যাচ্ছিল একটি গ্যাস ট্যাঙ্কার। সেই সময় হঠাৎই ট্যাঙ্কারটিতে আগুন লেগে যায়। লাফ দিয়ে ট্যাঙ্কার থেকে নেমে পড়েন চালক। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বিধাননগর থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন।
এই ঘটনার জেরে বন্ধ রয়েছে শিলিগুড়ি ও কলকাতাগামী সমস্ত যান চলাচল।