দার্জিলিং, 7 জুলাই : পুড়ে ছাই হয়ে গেল দার্জিলিংয়ের একটি পুরোনো চা বাগানের হেড অফিস । সোনাদা থেকে মাত্র তিন কিলোমিটার দূরে এই চা বাগানে গতকাল ভোররাতে আগুন লাগে । কম্পিউটার থেকে শুরু করে অফিসের সমস্ত নথিপত্র পুড়ে গেছে । তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি ।
আগুনে ভস্মীভূত দার্জিলিংয়ের চা বাগানের অফিস - police
গতকাল ভোররাতে সোনাদা থেকে মাত্র তিন কিলোমিটার দূরে দার্জিলিংয়ের একটি পুরোনো চা বাগানের হেড অফিসে আগুন লাগে ।
গতকাল ভোররাতে ওই অফিসে আগুন লাগে । সঙ্গে সঙ্গেই ঘটনাস্থানে পৌঁছায় স্থানীয়রা । প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয় । কিন্তু তাতে বিশেষ কোনও সুবিধা হয়নি । খবর দেওয়া হয় দমকলে । অভিযোগ, চা বাগানের ম্যনেজার দমকলে ফোন করার চেষ্টা করলেও ফোন লাগেনি । শেষমেশ প্রায় দেড় ঘণ্টা পর ঘটনাস্থানে পৌঁছায় দমকল । কিন্তু ততক্ষণে ছাই হয়ে যায় অফিস ।
স্থানীয়দের তরফে জানা গেছে, সোনাদায় কোনও দমকল কেন্দ্র নেই । ফলে এলাকায় আগুন লাগলে কার্শিয়াং অথবা দার্জিলিং থেকে দমকল আসে । এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায় । তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সোনাদায় দমকল কেন্দ্রের দাবি জানানো হয়েছে । কিন্তু তাতে কর্ণপাত করছে না কর্তৃপক্ষ । অন্যদিকে এই আগুন লাগার ঘটনায় মুখ খুলতে রাজি হয়নি সংশ্লিষ্ট চা বাগান কর্তৃপক্ষ ।