নকশালবাড়ি, 9 জানুয়ারি:মাঝরাতে চা কারখানায় আগুন লাগায় তীব্র চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি শহরে । রবিবার মাঝরাতে শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকের কাঞ্চনজঙ্ঘা চা ফ্যাক্টরিতে আচমকায় আগুন লেগে যায় (Fire Breaks Out in a Tea Factory in Naxalbari) ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন মাঝরাতে আচমকা কাঞ্চনজঙ্ঘা চা কারখানা থেকে আগুনের শিখা বেরোতে দেখেন স্থানীয়রা ৷ বিপুল পরিমাণ চা সেখানে মজুত করা ছিল । শুকনো দাহ্য পদার্থ বেশি থাকায় মুহূর্তে আগুন ভয়াবহ আকার ধারণ করে । খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন । সেটি পৌঁছে কিছুক্ষণ আগুন নেভানোর কাজ করার পরই জল শেষ হয়ে যাওয়ায় তা পূরণ করতে ফিরে যায় । এরমধ্যেই আগুন গোটা কারখানায় ছড়িয়ে পড়তে থাকে ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দার্জিলিং জেলা পুলিশের ডিএসপি (গ্রামীণ) অচিন্ত্য গুপ্ত, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ-সহ ফাঁসিদেওয়া, নকশালবাড়ি ও খড়িবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী । এদিকে দমকল চলে যাওয়ার পর স্থানীয় মানুষ ও চা শ্রমিকরা আগুন নেভানোর কাজে নেমে পড়েন । কিন্তু আগুন এতটাই ছড়িয়ে পড়েছিল যে তাঁদের চেষ্টা বিফলে যায় । এর ঘণ্টাখানেক বাদে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন । প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।