শিলিগুড়ি, 19 নভেম্বর: শিলিগুড়ি পৌরসভার 18 নং ওয়ার্ডের রানা বস্তিতে ভয়াবহ আগুন । জানা গিয়েছে, এদিন সন্ধে নাগাদ বস্তিতে আগুন লাগে (Fire breaks out at Rana Basti ) । আগুনের গ্রাসে পরে পরপর 9টি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয় । তাতেই মুহূর্তের মধ্য়ে বস্তিতে আগুন ছড়িয়ে পড়ে ।
আগুনের ভয়াবহতায় খানিকক্ষণের মধ্যেই পুড়ে খাক হয়ে যায় 15-20টি বাড়ি । এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের 8টি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে (Siliguri Fire ) । ঘটনায় আহত হয়েছেন 3 জন । তাদের মধ্যে একজন দমকল কর্মী । ঘটনাস্থলে পৌঁছেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী ।