পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Siliguri Murder and Suicide : মানসিক ভারসাম্যহীন ছেলেকে খুন করে আত্মঘাতী বাবা - ছেলেকে খুন করে আত্মহত্যা বাবার

বছর শেষের দিনে শিলিগুড়ির 24 নম্বর ওয়ার্ডের ভারতনগরে উদ্ধার হল বাবা ও ছেলের দেহ (Father Son Dead Body Recover in Siliguri) ৷ পরিবার ও প্রতিবেশীদের দাবি, মানসিক ভারসাম্যহীন সুভাষ রায়কে খুন করে আত্মঘাতী হয়েছেন তাঁর বাবা পার্থ রায় (Siliguri Murder and Suicide) ৷ ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার (Siliguri Police Station) পুলিশ ৷

father kills son before suicide in siliguri
Siliguri Murder and Suicide : মানসিক ভারসাম্যহীন ছেলেকে ‘খুন’ করে ‘আত্মঘাতী’ বাবা

By

Published : Dec 31, 2021, 4:30 PM IST

শিলিগুড়ি, 31 ডিসেম্বর :বছর শেষের দিনে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল শিলিগুড়ির 24 নম্বর ওয়ার্ডের ভারতনগর ৷ সাত সকালে বাড়ি থেকেই উদ্ধার হল বাবা ও ছেলের মৃতদেহ (Father Son Dead Body Recover in Siliguri) ৷ মৃতরা হলেন সুভাষ রায় (25) ও তাঁর বাবা পার্থ রায় (53) ৷ পরিবার ও প্রতিবেশীদের দাবি, সুভাষের মানসিক সমস্যা ছিল ৷ তার জেরেই অবসাদের ভুগতেন তাঁর বাবা পার্থ ৷ আর সেই কারণেই ছেলেকে খুন করে আত্মঘাতী হন তিনি (Siliguri Murder and Suicide) ৷ ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার (Siliguri Police Station) পুলিশ ৷

আরও পড়ুন :Husband Killed Wife : সাত পুরুষের সঙ্গে সম্পর্কের জেরে স্ত্রীকে খুন, জেরায় কবুল স্বামীর

রায় পরিবারের সদস্যরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে বাড়ির সকলের খাওয়ার জন্য দোকান থেকে বিরিয়ানি কিনে আনেন পার্থ ৷ কিন্তু, সেই বিরিয়ানি খাওয়ার পরই সকলে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন ৷ সকালে ঘুম থেকে উঠে পার্থর স্ত্রী দেখেন, তাঁদের বড় ছেলে সুভাষ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ৷ ছেলের দেহে যে প্রাণ নেই, তা তাঁকে দেখেই বুঝেছিলেন মা ৷ এরপরই স্বামীর খোঁজ করেন তিনি ৷ দেখেন পাশের ঘরেই ঝুলছে পার্থর নিথর দেহ ৷ চিৎকার, চেঁচামিচিতে ছুটে আসেন প্রতিবেশীরা ৷ খবর পাঠানো হয় শিলিগুড়ি থানায় ৷ পুলিশ এসে দেহ দু’টি উদ্ধার করে নিয়ে যায় ৷

বছর শেষের দিনে উদ্ধার হল বাবা ও ছেলের দেহ ৷

পরিবার ও প্রতিবেশীদের অনুমান, বাকিদের বিরিয়ানিতে ঘুমের ওষুধ মিশিয়েছিলেন পার্থ নিজেই ৷ সেই বিরিয়ানি খেয়ে সবাই ঘুমিয়ে পড়তেই ধারাল অস্ত্র দিয়ে বড় ছেলের গলা কেটে তাঁকে খুন করেন তিনি ৷ তারপর পাশের ঘরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন (Father Kills Son before Suicide in Siliguri) ৷ তবে এর সবটুকুই অনুমান ৷ পুলিশ সবরকম সম্ভাবনাই খতিয়ে দেখছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে তারা ৷

আরও পড়ুন :Murder in Purba Bardhaman : পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুরে মহিলার গলাকাটা দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

এমন ঘটনায় স্তম্ভিত এলাকার বাসিন্দারা ৷ তাঁরা জানান, সুভাষের মানসিক সমস্যা দীর্ঘদিনের ৷ তাঁকে সুস্থ করতে চিকিৎসায় কোনও খামতি রাখেননি পরিবারের সদস্যরা ৷ শুক্রবার সকালেই ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিধায়ক শঙ্কর ঘোষ ৷ তিনি জানান, পার্থ ও তাঁর গোটা পরিবারের সঙ্গেই পরিচয় রয়েছে ৷ কিছুদিন আগেও সুভাষ ও পার্থর সঙ্গে দেখা এবং কথা হয়েছিল তাঁর ৷ বাবা ও ছেলের যে এমন পরিণতি হবে, তা এখনও অবিশ্বাস্য বলে মনে হচ্ছে বিধায়কের ৷ একই কথা শোনা গিয়েছে পাড়া প্রতিবেশীদের মুখেও ৷

ABOUT THE AUTHOR

...view details