গজলডোবা, 6 জুন : জমিজটে আটকে গেছে গজলডোবার হেলিপ্যাড নির্মাণের কাজ । প্রায় আড়াই কোটি টাকার প্রকল্পে কাজ শুরু করতে গিয়েও কৃষকদের বাধায় বন্ধ হয়ে যায় । সমস্যা মেটাতে আজ স্থানীয় কৃষকদের আলোচনায় ডাকা হলেও সেই বৈঠকে যোগ দিলেন না তাঁরা ।
ভূমিরক্ষা কমিটির নেতা উত্তম রায় বলেন, "আমরা লিখিত ভাবে আমাদের আমন্ত্রণ জানাতে বলেছিলাম । কিন্তু প্রশাসনের তরফে লিখিত কিছুই পাইনি । তাই আমরা বৈঠকে যাইনি ।" আজ পর্যটন দপ্তরের ডেপুটি ডিরেক্টর সম্রাট চক্রবর্তী এবং ভূমি রাজস্ব দপ্তরের কর্তারা উপস্থিত থাকলেও সেখানে যাননি প্রতিবাদী কৃষকরা । তাঁরা আন্দোলনের রূপরেখা ঠিক করতে প্রশাসনিক বৈঠকের বদলে জলপাইগুড়িতে BJP-র নেতাদের সঙ্গে বৈঠক করতে চলে যান ।