শিলিগুড়ি, 17 ডিসেম্বর : কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ায় জল্পনা ছড়িয়েছে, বন্ধ হয়ে যেতে পারে ভারতীয় জীবনবিমা নিগম ৷ তবে, এটা অপপ্রচার ছাড়া আর কিছুই নয় বলে জানিয়ে দিলেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর টি সি সুশীল কুমার ৷ শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়ে গ্রাহকদের আশ্বস্ত করেন তিনি ৷
সোশাল মিডিয়ায় অপপ্রচার, বন্ধ হবে না জীবনবিমা নিগম; বললেন MD - সোশাল মিডিয়ায় অপপ্রচার
ভারতীয় জীবনবিমা নিগম বন্ধ হয়ে যাওয়ার খবর অপপ্রচার ছাড়া আর কিছুই নয় ৷ গ্রাহকদের ভয়ের কিছু নেই ৷ জানিয়ে দিলেন LICI-র ম্যানেজিং ডিরেক্টর (MD) টি সি সুশীল কুমার ৷
উত্তর-পূর্বের রাজ্য়গুলি নিয়ে সংস্থার জ়োনাল বৈঠক অনুষ্ঠিত হচ্ছে শিলিগুড়িতে ৷ অনুষ্ঠানে হাজির ছিলেন টি সি সুশীল কুমার ৷ তিনি বলেন, "এখন জীবনবিমার ক্ষেত্রে সিংহভাগ বাজারই দখল করেছে LICI ৷ গ্রাহকরা আশ্বস্ত থাকুন ৷ সোশাল মিডিয়ায় বিভ্রান্তিকর প্রচার দেখলে কান দেবেন না ৷"
তিনি আরও বলেন, "দেশে আমাদের গ্রাহকের সংখ্যা 3.71 কোটি ৷ প্রায় 84 শতাংশ জীবনবিমার বাজার আমাদের দখলে ৷ ক্লেইম সেটেলমেন্টের ক্ষেত্রেও চলতি বছরে 7600 কোটি টাকার ক্লেইম সেটেল করেছে ভারতীয় জীবনবিমা নিগম ৷"