পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Red Sand Boa Snake Recovered: শিলিগুড়িতে উদ্ধার কোটি টাকার বিলুপ্ত প্রজাতির সাপ, গ্রেফতার চার পাচারকারী - শিলিগুড়িতে উদ্ধার কোটি টাকার বিলুপ্ত প্রজাতির সাপ

শিলিগুড়িতে বনদফতরের অভিযানে উদ্ধার কোটি টাকার বিলুপ্ত প্রজাতির সাপ রেড স্যান্ড বোয়া (Red Sand Boa Snake Recovered) । ঘটনায় গ্রেফতার করা হয়েছে চার পাচারকারীকে ৷

Red Sand Boa
রেড স্যান্ড বোয়া

By

Published : Feb 21, 2023, 1:48 PM IST

শিলিগুড়িতে উদ্ধার কোটি টাকার বিলুপ্ত প্রজাতির সাপ

শিলিগুড়ি, 21 ফেব্রুয়ারি:বিলুপ্ত প্রজাতির সাপ রেড স্যান্ড বোয়া (Extinct species of snake Red sand boa) পাচার করে বিক্রি করার আগে বনদফতরের অভিযানে গ্রেফতার চার পাচারকারী । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে । উদ্ধার হওয়া সাপের কালোবাজারে মূল্য প্রায় কোটি টাকা বলে জানা গিয়েছে । মঙ্গলবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয় । ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে বন বিভাগ ।

জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি পৌরনিগমের শাস্ত্রীনগর এলাকাতে বনদফতর অভিযান চালায় ৷ সেই অভিযানে উদ্ধার হয়েছে ওই বিলুপ্ত প্রজাতির সাপটি । সোমবার বনদফতরের বৈকন্ঠপুর ফরেস্ট ডিভিশনের এনপিপি 1 রেঞ্জের কাছে খবর আসে, ওই এলাকাতে একটি বাড়িতে বিহার থেকে রেড সেন্ড বোয়া নামে প্রায় বিলুপ্ত প্রজাতির সাপ নিয়ে আসা হয়েছে এবং সেখানে লুকিয়ে রাখা হয়েছে । সেই খবর পেয়ে বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে বনকর্মীরা অভিযানে নামে । ওই এলাকারই বাসিন্দা পাষাং লামার বাড়িতে অভিযান চালালে উদ্ধার হয় সাপটি ।

সূত্রের খবর, সাপটি চার ফিট পাঁচ ইঞ্চি লম্বা । ওজন সাড়ে চার কেজি । বনদফতর এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে । ধৃতরা হল অরিন্দম সরকার, পাসাং লামা শেরপা, আনোয়ার মিঞা, জগদীশচন্দ্র রায় । মঙ্গলবার ধৃত চারজনকেই জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে বনদফতর ।

জানা গিয়েছে, ওই সাপটিকে বিহার থেকে নিয়ে আসা হয়েছিল বিক্রি করার উদ্দেশ্যে । কিন্তু বনদফতরের কাছে আগাম খবর থাকায় অভিযান চালিয়ে সেই বিক্রির ছক বানচাল করে দেয় তারা । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বনদফতর জানতে পেরেছে আনোয়ার মিয়া সাপটি বিহার থেকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে শিলিগুড়িতে । সেটির দাম রাখা হয়েছিল এক কোটি টাকা । যার মধ্যে কুড়ি হাজার টাকা অগ্রিম দাবি করেছিলেন তিনি অরিন্দমের কাছে । সেইমত ধৃতরা শাস্ত্রীনগর এলাকায় ডেরা করেছিল । সেইখানেই বাকি টাকা দিয়ে হাতবদলের কথা ছিল । তবে ওই চক্রে আন্তর্জাতিক পাচারচক্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে বনদফতর ।

আরও পড়ুন:ওড়িশার সাপুড়েদের থেকে 5 ফুটের রক পাইথন উদ্ধার মালদায়

ABOUT THE AUTHOR

...view details