পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিলিগুড়িতে কোরোনায় আক্রান্ত প্রাক্তন বিধায়ক

কয়েকদিন আগেই কোরোনায় আক্রান্ত হয়েছিলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য । এবার কোরোনায় আক্রান্ত হলেন প্রাক্তন বিধায়ক রুদ্র ভট্টাচার্য।

Ex mla and acp of police tested positive
Ex mla and acp of police tested positive

By

Published : Aug 4, 2020, 5:22 PM IST

শিলিগুড়ি, 4 অগাস্ট : শিলিগুড়িতে কোরোনায় আক্রান্ত হলেন প্রাক্তন বিধায়ক এবং জেলা হাসপাতাল সহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রুদ্র ভট্টাচার্য । এদিকে আক্রান্ত হয়েছেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ACP স্বপন সরকার।

প্রধান নগরের এক নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন তিনি।এখন স্থিতিশীল রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা । এদিকে কোরোনায় আক্রান্ত হয়েছেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ স্বপন সরকার । তিনি জানান, “উপসর্গ নেই। নিজেই টেস্ট করিয়েছিলাম। রিপোর্ট পজ়িটিভ এসেছে। ”

রুদ্র ভট্টাচার্য আক্রান্ত হওয়ায় উদ্বেগ ছড়িয়েছে তৃণমূলের অন্দরে । বিষয়টি নিয়ে খোঁজ নিয়েছেন মন্ত্রী গৌতম দেব এবং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার । গৌতমবাবু বলেন,"আমিও শুনেছি তিনি আক্রান্ত । বিস্তারিত খোঁজখবর নিচ্ছি। তাঁর চিকিৎসার যাবতীয় বন্দোবস্ত করা হবে।"

এদিকে কোরোনার সংক্রমণ ছড়িয়েছে শিলিগুড়ি জেলা সংশোধনাগারেও। সেখানকার তিন কর্মী আক্রান্ত হয়েছেন। জেলায় আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই দু হাজার পার করেছে।

ABOUT THE AUTHOR

...view details