পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রধানমন্ত্রী দার্জিলিঙের প্রার্থী হলেও পরাজিত হবেন : বিনয় তামাং - kalimpang

"স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দার্জিলিং লোকসভা কেন্দ্রে BJP-র প্রার্থী হলে হারবেন। তাঁকেও পরাজিত করে পাঠাব।" বললেন বিনয় তামাং।

বিনয় তামাং

By

Published : Mar 6, 2019, 6:30 AM IST

কালিম্পং, ৬ মার্চ : "স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দার্জিলিং লোকসভা কেন্দ্রে BJP-র প্রার্থী হলে হারবেন। তাঁকেও পরাজিত করে পাঠাব।" বললেন বিনয় তামাং। গতকাল কালিম্পঙে তিনি বলেন, "সুরিন্দর সিং আলুওয়ালিয়া তো বটেই প্রধানমন্ত্রী প্রার্থী হলেও পরাজিত হবেন। মোর্চা এবার থার্ড ফ্রন্টে রয়েছে। সেখানে রয়েছে তৃণমূল কংগ্রেসও। দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে এবার থার্ড ফ্রন্টের প্রার্থীই জয়ী হবে।"

দার্জিলিং লোকসভা ভোটে বিনয় তামাংদের প্রধান প্রতিদ্বন্দ্বী BJP বলেই জানান তিনি। বলেন, "দু'বার BJP প্রার্থীকে ভোট দিয়ে জিতিয়ে দেখেছেন তাঁরা। ফল কী মিলল। উলটে যাঁরা ভোট দিলেন, তাঁদেরকেই বিদেশি, নেপাল থেকে এসেছে বলে লাঞ্ছনা শুনতে হল। যতদিন ভারত-নেপাল চুক্তির পর্যালোচনা বা সংশোধন হবে না, ততদিন এই লাঞ্ছনা শুনতে হবে।" এই কারণেই লোকসভা ভোটে জিতে তৃতীয় ফ্রন্ট কেন্দ্রের সরকার গড়লে ইন্দো-নেপাল সীমান্ত চুক্তির পর্যালোচনা বা সংশোধনের জন্য চাপ দেবেন তাঁরা।

দার্জিলিং লোকসভা কেন্দ্রে এবার পাহাড় থেকে ভূমিপুত্র বা ভূমিকন্যা তৃতীয় ফ্রন্টের প্রার্থী হবেন বলে জোরের সঙ্গে বলেন তিনি। কে সেই প্রার্থী তাও শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন। সদ্য মোর্চা থেকে পদত্যাগ করেন কালিম্পঙের সামশের আলি। এর ফলে দলের কোনও ক্ষতি হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।

ABOUT THE AUTHOR

...view details