দার্জিলিং, 26 এপ্রিল:সুপারস্টার রজনীকান্তের রোবট সিনেমা মনে আছে ? যেখানে সেই চিট্টি নামে রোবট সবরকম মুশকিল আসান করতে পারত । এককথায় জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করত সে । সেটা অবশ্য সেলুলয়েডের পর্দার রোবট ছিল । কিন্তু বাস্তবে বর্জ্য বা অপ্রয়োজনীয় সামগ্রী দিয়ে একটি আস্ত রোবট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে শিলিগুড়ির যুবক । সেই রোবট কাজ করছে নির্দেশমতোই ৷
যে কোনও ছোটখাটো কাজের জন্য ব্যবহার করতে এমনই অপ্রয়োজনীয় সামগ্রী দিয়ে রোবট বানিয়ে নজর কেড়েছে শিলিগুড়ি বাগডোগরার বাসিন্দা দেবাশিস দত্ত । শিলিগুড়ি পলিটেকনিক কলেজের ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র দেবাশিসের প্রথম থেকেই ইচ্ছে ছিল রোবট তৈরি করার । কিন্তু রোবট তৈরি করতে যে বিপুল খরচ । তবে সেই প্রতিকূলতাকে কাটিয়ে অপ্রয়োজনীয় সামগ্রী দিয়ে নিজেই তৈরি করে ফেলেছেন একটি রোবট ৷
দেবাশিসের তৈরি এই রোবট অনায়াসেই আপনার কাছে পৌঁছে দেবে জলখাবার । আবার কোনও অনুষ্ঠানে উত্তরীয় বা পুরস্কার আপনার হাতে তুলে দেওয়ার ক্ষমতাও রয়েছে তার । বাড়ির অতিথি বরণের ক্ষেত্রেও এই রোবট হবে অত্যন্ত সহায়ক । বাড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেবে আপনার প্রয়োজনীয় জিনিস । ফলে ঘরের কাজ আরও সহজ হবে ৷ দেবাশিস জানান, নিজেই সি-প্রোগ্রামিং করে রোবটটি তৈরি করেছেন তিনি । নাম দিয়েছেন বিধুশেখর । এই রোবটটি পুরোপুরি ব্লুটুথের মাধ্যমে চালনো যায় । এই রোবটের সমস্তটাই ঘরের ফেলে দেওয়া সামগ্রী থেকে বানানো ।