পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোনা চুরির অভিযোগে গ্রেপ্তার কর্মচারী - gold

সোনা চুরির অভিযোগে গ্রেপ্তার দোকানের কর্মচারী ৷ উদ্ধার প্রায় 27 লাখ টাকার সোনা ৷

image
গ্রেফতার কর্মচারী

By

Published : Jun 22, 2020, 7:13 AM IST

শিলিগুড়ি, 22 জুন : দোকান থেকে সোনা চুরির অভিযোগে গ্রেপ্তার কর্মচারী ৷ ধৃতের নাম মনোজ বসাক ৷ ঘটানাটি শিলিগুড়ি পানিটাঙ্কি মোড় সংলগ্ন এলাকার ৷ ধৃত কর্মচারীর কাছ থেকে উদ্ধার প্রায় 27 লাখ টাকার সোনা ৷

অভিযোগ, দোকান থেকে হামেশাই চুরি হত ৷ প্রথমে তা বুঝতে পারেননি দোকানের মালিক ৷ কিন্তু চুরির হার বৃদ্ধি পাওয়ায় তাঁর সন্দেহ হয় কর্মচারীর উপরে ৷ সন্দেহের বশে পুলিশে লিখিত অভিযোগ করেন দোকান মালিক ৷ তারপরই তদন্তে নেমে পুলিশ কর্মচারী মনোজ বসাককে গ্রেপ্তার করে ৷

অভিযোগ, ধীরে ধীরে অল্প করে সোনা চুরি করত অভিযুক্ত ৷ ঘটনাটি বুঝতে পেরে থানায় অভিযোগ করেন দোকান মালিক ৷ এরপর পুলিশ তদন্তে নেমে ঘটনার পর্দা ফাঁস করে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মনোজ বসাক শিলিগুড়ি পৌর এলাকার 40 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ।

ABOUT THE AUTHOR

...view details