পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গজলডোবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু - গজলডোবার টাকিমারি এলাকা

আজ সকালে গজলডোবার টাকিমারি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি হাতির মৃত্যু হয় ।

Elephant dies after being electrocuted in Gajoldoba
গজলডোবায় বিদ্যুতপৃষ্ট হয়ে হাতির মৃত্যু

By

Published : May 4, 2020, 4:18 PM IST

শিলিগুড়ি, 4 মে : গজলডোবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল একটি হাতির । আর তাতেই লকডাউন ভুলে আজ সকালে মৃত হাতি দেখতে ভিড় জমায় এলাকার মানুষ ৷ গতকাল রাতে ঝড়বৃষ্টির সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটি মারা যায় বলে অনুমান বন দপ্তরের ।

স্থানিয় বাসিন্দারা জানান, আজ সকালে গজলডোবার টাকিমারি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি হাতির মৃত্যু হয় । সকালে বাসিন্দারা দেখেন বৈকুণ্ঠপুর জঙ্গলের কাছেই মরে পড়ে আছে হাতিটি। খবর দেওয়া হয় বন বিভাগে । বৈকুণ্ঠপুরের DFO উমারানি জানান, একটি হাতির মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি । বনকর্মীরা ঘটনাস্থানে গিয়েছেন । হাতিটির দেহ ময়নাতদন্ত করা হবে। সেই রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে ।

খবর পেয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের গজলডোবা ফাঁড়ির পুলিশ এসে ভিড় সামাল দেয় । এরপর বনকর্মীরা এলাকায় পৌঁছে ওই হাতির ময়নাতদন্তের কাজ শুরু করেন ।

ABOUT THE AUTHOR

...view details