পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Elephant in Siliguri: দলছুট হাতির শাবক, ফেরত নিতে 'অস্বীকার' বাবা-মার - কার্শিয়াং ফরেস্ট ডিভিশন

বয়স মাত্র আট মাস। বাবা-মা সন্তান হিসেবে মেনে নিতে নারাজ। জায়গা হয়নি দলেও । দলের কেউ সদস্য হিসেবে মেনে নেয়নি। দলে জায়গা না পেয়ে এই গ্রাম, সেই গ্রাম ঘুরে আন্তর্জাতিক সীমান্ত (Border) পার করে শেষমেশ ঢুকে পড়ে ভীন দেশে। আর এবার তাকে দেশে ফেরাতে রেসকিউ অপারেশন হতে চলেছে ভীন দেশে ৷ কোনও মানুষ নয়। ঘটনাটি মাত্র আট মাস বয়সের একটি হাতির শাবকের (Elephant Cub)।

Elephant in Siliguri
দলছুট হাতির শাবক

By

Published : Oct 31, 2022, 10:13 AM IST

শিলিগুড়ি, 31 অক্টোবর:রবিবার দুপুর নাগাদ শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি ব্লকের ইন্দো-নেপাল সীমান্ত (Border) সংলগ্ন কলাবাড়ি জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে একদল হাতি (Elephant Cub)। রসদের সন্ধানেই জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়েছিল ওই হাতির পাল। দুপুর পেরিয়ে বিকেল হয়ে যাওয়ার পর হাতির পালটি মেচি নদী সংলগ্ন জঙ্গলে ঘোরাঘুরি শুরু করে। অন্যদিকে দলছুট হয়ে পড়ে হাতির শাবকটি।

দীর্ঘক্ষণ শাবকটি কলাবাড়ি সংলগ্ন নেওপানিয়া গ্রামের মধ্যে ঘোরাঘুরি করে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের বাগডোগরা রেঞ্জ ও সুকনা এলিফ্যান্ট টাস্ক ফোর্স। তারা ঘটনাস্থলে পৌঁছে শাবকটিকে দলে ফেরানোর চেষ্টা শুরু করে। কিন্তু শাবকটি দলে ফিরতে চাইলেও তাকে নিতে অস্বীকার করে দেয় বাবা-মা।

এমনকী দলের অন্যান্য হাতিও তাকে নিতে অস্বীকার করে দেয়। এরপর শাবকটি দিকবিদিকশূন্য হয়ে মেচি নদী পার করে ঢুকে পড়ে নেপালে। অন্যদিকে, নেপালে ঢুকে পড়তেই উদবিগ্ন হয়ে ওঠে রাজ্য বনদফতর। রাতারাতি শাবকটিকে উদ্ধার করে ফিরিয়ে আনতে বন আধিকারিক ও কর্মীদের একটি বিশেষ দল। রাতেই যোগাযোগ করা হয় নেপাল বন মন্ত্রকের কাঁকরভিটা বন বিভাগের সঙ্গে। কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের নেতৃত্বে মোট 18 জনের একটি বিশেষ দল তৈরি করে রাতেই কাঁকরভিটা পাঠানো হয়েছে বলে বনদফতর সূত্রে জানা গিয়েছে।

দলছুট হয়ে নেপালে হাতির শাবক, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন:শালবনিতে মৃত্যু হল দক্ষিণবঙ্গের সবচেয়ে বয়স্ক হাতির

নেপাল বন বিভাগ (Nepal Forest Department) সূত্রের শেষ খবর অনুযায়ী শাবকটি নেপালের বামনডাঙি জঙ্গল সংলগ্ন এলাকায় রয়েছে। ওই বিষয়ে কার্শিয়াংয়ের ডিএফও হরে কৃষ্ণান বলেন, "শাবকটিকে কেন দল ফেরত নিল না তা জানা যায়নি। শাবকটি মানুষের সংস্পর্শেও আসেনি। তবে শাবকটি নেপালে ঢুকে পড়েছে। সেটিকে ফিরিয়ে আনার সমস্তরকম প্রক্রিয়া শুরু হয়েছে। নেপালের বন বিভাগের সহযোগিতা চাওয়া হয়েছে। শাবকটির উপর নজর রাখা হচ্ছে।"

ABOUT THE AUTHOR

...view details