পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Earthquake in Siliguri-Araria: শিলিগুড়ি-আরারিয়ায় ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা 4.3 - ভারতে ভূমিকম্প

বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ মৃদু ভূমিকম্প হয়েছে উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং বিহারের আরারিয়ায় ৷ একই সময়ে দুই রাজ্যের এই দু'টি এলাকায় ভূকম্পন হয় বলে জানা গিয়েছে ৷ এখনও পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি ৷

Earthquake
ভূমিকম্প

By

Published : Apr 12, 2023, 8:25 AM IST

Updated : Apr 12, 2023, 8:51 AM IST

পটনা, 12 এপ্রিল: কেঁপে উঠল দেশের দু'টি রাজ্য ৷ বুধবার ভোরে ভূমিকম্প হল বিহারের আরারিয়া এবং উত্তরবঙ্গের শিলিগুড়িতে ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.3 ৷ ন্যাশনাল সিসমোলজি সেন্টার জানিয়েছে, দু'টি পৃথক জায়গায় একই সময় ভূমিকম্প হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি ৷

এনসিএস একটি টুইটে জানিয়েছে, বুধবার ভোর 5.35 মিনিটে ভূমিকম্প হয়েছে ৷ সিসমোলজি সেন্টার অনুযায়ী, ভূমিকম্পটির উৎসস্থল মাটির 10 কিলোমিটার গভীরে ৷ তীব্রতা 4.3 ৷ অবস্থান শিলিগুড়ির 140 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ৷

মার্চে ভূমিকম্প:মার্চ মাসে ভারতের মধ্যে ও তার প্রতিবেশী এলাকায় সবচেয়ে বেশি ভূকম্পন অনুভূত হয়েছে হিন্দুকুশ অঞ্চলে, উত্তর ভারতের লাদাখ, জম্মু ও কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, উত্তর-পূর্ব ভারতে ৷ ন্যাশনাল সিসমোলজি সেন্টার একটি মাসিক রিপোর্টে এই তথ্য দিয়েছে ৷ তাতে বলা হয়েছে, মোট 46টি ভূমিকম্প হয়েছে ভারতে ৷ 1 মার্চ থেকে 31 মার্চ- এই সময়কালে 10টি ভূমিকম্প উত্তরাখণ্ডে এবং 6টি অসমে হয়েছে ৷

এই রিপোর্টে দেওয়া তথ্য অনুযায়ী, ছোটখাটো ভূমিকম্প হয়েছে উত্তর, পশ্চিম, মধ্য ও দক্ষিণ ভারতেও ৷ দেশের উত্তরে উত্তরপ্রদেশের মুজফফরনগর, পঞ্জাবের পাতিয়ালা, হরিয়ানার সোনিপাত, রাজস্থানের শিকরে ভূমিকম্প হয়েছে ৷ পশ্চিম ভারতে রাজস্থানের উদয়পুর, মহারাষ্ট্রের সাতারা, সাংগালি এবং নানদেদ, মধ্যভারতের ছত্তিশগড়ের সুরগুজুয়াইন, দক্ষিণে কর্ণাটকের বাল্লারি, তেলেঙ্গানার সঙ্গারেড্ডি ও আশিফাবাদে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে ৷

ভারত ও তার প্রতিবেশী এলাকায় উল্লেখযোগ্য ভূমিকম্প:21 মার্চ আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে রাতে কম্পন অনুভূত হয় ৷ রাত 10.17 মিনিটে হওয়া এই ভূমিকম্পের তীব্রতা ছিল 6.6 ৷ মাটির 156 কিলোমিটার গভীরে এই ভূমিকম্প হয় ৷ এর দু'টি উৎসস্থল ৷ ভারতের লাদাখের গিলগিট থেকে 260 কিলোমিটার পশ্চিমে এবং আফগানিস্তানের কাবুলের উত্তর-পূর্বে ৷ এছাড়া জম্মু ও কাশ্মীরের মুজফফরবাদের 270 কিলোমিটার উত্তর-পশ্চিমে, জম্মু-কাশ্মীরের 380 কিলোমিটার উত্তর-পশ্চিমে, দিল্লির 1 হাজার কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্প হয়েছে ৷

আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তানে মৃত 11 , আহত বহু

Last Updated : Apr 12, 2023, 8:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details