পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Amit Shah Meeting in Siliguri : শিলিগুড়িতে শাহের সভা চলাকালীন পৃথক রাজ্যের দাবিতে সরব এক মহিলা - শিলিগুড়িতে অমিত শাহের সভা চলাকালীন পৃথক রাজ্যের দাবিতে সরব এক মহিলা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা চলাকালীনই পৃথক রাজ্যের দাবিতে সরব এক মহিলা (During Amit Shah meeting a woman demanding a separate state) । সভা চলাকালীন ওই মহিলা দর্শক আসনের একদম সামনে থেকে ব্যানার ও গোর্খাল্যান্ডের দাবি জানিয়ে একটি টি-শার্ট পরে পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবি জানিয়ে একাই স্লোগান তুলতে শুরু করেন। আর ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় সভাস্থলে।

Amit Shah Meeting in Siliguri
সভা চলাকালীন গোর্খাল্যান্ডের দাবিতে স্লোগান দিয়ে চিৎকার এক মহিলার

By

Published : May 5, 2022, 11:06 PM IST

শিলিগুড়ি, 5 মে : শিলিগুড়িতে অমিত শাহের (Union Home Minister Amit Shah) সভা চলাকালীন গোর্খাল্যান্ডের দাবিতে স্লোগান দিয়ে চিৎকার এক মহিলার। সভাতে চাঞ্চল্য। পরিস্থিতি সামলাতে বিজেপির ব্যানার দিয়ে ঢাকা হল মহিলাকে (During Amit Shah meeting a woman demanding a separate state)।

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এবং অমিত শাহের চোখে যাতে বিষয়টি না পরে সেজন্য পালটা বিজেপির মহিলা কর্মীরা তাঁকে সরানোর চেষ্টা করেন। বিফল হলে বিজেপির ব্যানার দিয়ে ঢেকে রাখা হয় ওই মহিলাকে। যদিও এদিন খোলা মঞ্চ থেকেই পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের বিষয়ে ফের একবার নিজেদের অবস্থান জানান অমিত শাহ। তিনি বলেন, "একমাত্র বিজেপি সংবিধান মেনে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান করবে। এতে কোনও দ্বিমত নেই "।

প্রসঙ্গত, পৃথক রাজ্য হোক, কিংবা পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান। প্রত্যেক লোকসভা নির্বাচনে বিজেপি প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দিয়ে এসেছে। যার ফল অনুযায়ী পাহাড়ে 2009 সাল থেকে বিজেপি সাংসদ নির্বাচিত হয়ে এসেছেন। এদিনের মঞ্চ থেকেও পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের আশ্বাস দিতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। বৃহস্পতিবার শিলিগুড়ির রেলওয়ে ইনস্টিটিউট মাঠে জনসভা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। দলীয় নেতৃত্বদের বক্তব্যের পর সবেমাত্র বক্তৃতা দিতে শুরু করেছিলেন অমিত শাহ। ঠিক সেই সময় এক মহিলা গোর্খাল্যান্ডের ফ্লেক্স নিয়ে অমিত শাহের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন।

অমিত শাহের সভা চলাকালীনই পৃথক রাজ্যের দাবিতে সরব এক মহিলা

আরও পড়ুন :করোনা মিটলেই সিএএ, রাজ্যে এসেই ঘোষণা অমিত শাহের

বিষয়টি নজরে আসতেই বিজেপি কর্মী সমর্থকরা তাদের সেখান থেকে সরিয়ে দেন। পরে আবার এক মহিলা "উই ওয়ান্ট গোর্খাল্যান্ড" বলে স্লোগান দিতে থাকে। এমনকি তিনি গোর্খাল্যান্ডের টিশার্টও পরেছিলেন। সেই সময়ে বিজেপির নারী মোর্চার নেত্রীরা তাঁকে ঘিরে ধরে সরিয়ে দেওয়ার চেষ্ঠা করেন। পরে জানা যায় ওই মহিলা অঞ্জলী শর্মা ভুজেল। তিনি দার্জিলিংয়ের বাসিন্দা। তিনি বলেন, "তিনি বিজেপি বিরোধী নন। তাঁর প্রতিশ্রুতি মতো গোর্খাল্যান্ডয়ের বিষয়ে তাঁকে মনে করাতে এসেছিলাম। কোনও অন্যায় করিনি। আওয়াজ তুলেছি, এটা কি ভুল ৷ তাহলে বিজেপি কর্মীরা তাকে কেন বাঁধা দিচ্ছেন?"

ABOUT THE AUTHOR

...view details