শিলিগুড়ি, 17 অক্টোবর : শিলিগুড়িতে একাধিক বড় পুজো হয়ে থাকে । গোটা উত্তরবঙ্গ থেকেই বহু দর্শনার্থী পুজো দেখতে শিলিগুড়ি আসেন । কিন্তু এবার কোরোনা আবহে সবই অনিশ্চিত হয়ে গিয়েছে । শিলিগুড়িতে অন্যতম বড় পূজা কমিটি নিউ জলপাইগুড়ি সেন্ট্রাল কলোনি জানিয়েছে, এবার কোরোনা আবহে অর্থ সংকটে জেরবার পূজার উদ্যোক্তারা । তাই বিগ বাজেটের পুজো বলতে যা বোঝায় তা হচ্ছে না । তবে স্বাস্থ্য বিধি মেনে সাবেকিয়ানায় পুজো সারবে তারা ।
শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি সেন্ট্রাল কলোনির পুজোয় প্রতি বছর লক্ষাধিক দর্শনার্থীর ভিড় হত । পুজোর পাশাপাশি বিশাল মাঠে মেলায় আয়োজন হত সেখানে । বিভিন্ন থিমকে সামনে রেখে জাঁকজমকের সঙ্গে আয়োজিত হত এই পুজো । স্পনসরদের ভিড় যেমন লেগে থাকত, তেমনি তৃতীয়া থেকেই পূজা দেখতে হাজির হতেন দর্শনার্থীরা ।