পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চলতে চলতে থমকে গেল টয়ট্রেন! বিপদ বুঝে পর্যটকদের সড়কপথে পাঠানো হলো

Toy Train Engine Problem: চলতে চলতে যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথে থেমে গেল টয়ট্রেন ৷ যাত্রীদের নামিয়ে পাঠানো হল সড়কপথে ৷

ETV Bharat
টয়ট্রেন

By ETV Bharat Bangla Team

Published : Dec 18, 2023, 5:32 PM IST

দার্জিলিং, 18 ডিসেম্বর: টয়ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি । মাঝরাস্তায় টয়ট্রেন থেকে নামিয়ে দেওয়া হল পর্যটকদের । পাঠানো হল সড়কপথে । দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, সোমবার নিউ জলপাইগুড়ি রেলস্টেশন থেকে দার্জিলিংয়ের তিনধারিয়াগামী টয়ট্রেনে দেখা দেয় যান্ত্রিক গোলযোগ । রংটং স্টেশনের কাছে থেমে যায় টয়ট্রেনটি ।

পর্যটকবোঝাই টয়ট্রেনটি প্রথমে ঠিক করার চেষ্টা করেন কর্মীরা । কিন্তু অনেকটা সময় পার হওয়ার পরেও টয়ট্রেনটি ঠিক না হওয়ায় শেষমেষ নেমে যেতে বলা হয় পর্যটকদের । সেই সময় টয়ট্রেনের দুটো কামরায় অন্তত 32 জন পর্যটক ছিল । ভরা পর্যটন মরশুমে এই ধরনের ঘটনায় হতাশ পর্যটনমহল । পরে পর্যটকদের জন্য গাড়ির ব্যবস্থা করে দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ (ডিএইচআর) । সেই গাড়িতেই তাদের পাঠানো হয় গন্তব্যে ।

এই বিষয়ে দার্জিলিং হিমালয়ান রেলের ডিরেক্টর প্রিয়াংশু বলেন, "রংটংয়ের কাছে লোকোতে সমস্যা দেখা দেয় । সেই জন্য ট্রেনটি আর চলে না । তবে পর্যটকদের সড়কপথে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে ।" হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "ভরা পর্যটনের মরশুমে এই ধরনের ঘটনা হতাশাজনক । পর্যটকদের মধ্যে এর বিরূপ প্রভাব পড়ে । রেল কর্তৃপক্ষের বেশি তৎপর হওয়া উচিত ।"

করোনার পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে পাহাড়ের পর্যটন । দার্জিলিং মানেই টয়ট্রেন । বড়দিন ও ইংরেজি নতুন বছর সামনে । ভরা পর্যটন মরশুমের কথা মাথায় রেখেই অতিরিক্ত জয় রাইড চালুর সিদ্ধান্ত নেয় ডিএইচআর । পাহাড়ে সবেমাত্র শেষ হয়েছে ঘুম ফেস্টিভ্যালও । তার মধ্যেই এই ঘটনা যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করছে পর্যটনমহল । গত শুক্রবারই দার্জিলিংয়ে লাইনচ্যুত হয়েছিল টয়ট্রেন ৷ মাঝেমধ্যেই টয়ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে ।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details