শিলিগুড়ি, 19 এপ্রিল : মদ্যপ ছেলের হাতে খুন মদ্যপ বাবা (drunk son kills drunk father) । মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির 38 নম্বর ওয়ার্ডের উত্তর সুকান্তনগর এলাকায় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মনোরঞ্জন সাহা । তাঁকে খুন করার অভিযোগ উঠেছে ছেলে গৌতম সাহার বিরুদ্ধে । ঘটনায় মূল অভিযুক্ত গৌতম সাহাকে গ্রেফতার করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত আশিঘর ফাঁড়ির পুলিশ । ধৃত গৌতম সাহা পেশায় টোটোচালক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাবা ও ছেলে দু'জনেই রোজ নেশা করত । দু'জনের মধ্যেই প্রায়শই ঝামেলা, অশান্তি এমনকি হাতাহাতিও হত ৷ সোমবার রাতে বাড়িতে যখন অন্য কেউ ছিল না, তখন মদ্যপ অবস্থায় বাবা ও ছেলের মধ্যে ফের ঝামেলা বাধে ৷ অভিযোগ, গৌতম সাহা বাঁশ দিয়ে তার বাবার মাথায় মারে । রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতেই লুটিয়ে পড়েন মনোরঞ্জন সাহা । নেশার ঘোরে থাকায় গৌতমও বিষয়টি বুঝতে পারেনি, সে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে ৷