শিলিগুড়ি, 13 ডিসেম্বর :একইদিনে জোড়া সাফল্য রাজ্য পুলিশের ৷ স্পেশাল টাস্ক ফোর্সের দু‘টি পৃথক অভিযানে উদ্ধার হল দেড় লক্ষ টাকার জালনোট এবং প্রায় তিন কোটি টাকার মাদক । দুই ঘটনায় মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে এসটিএফ (Special Task Force)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার মাঝরাতে মালদার রথবাড়ি এলাকায় অভিযান চালায় এসটিএফের একটি বিশেষ টিম । সেখানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয় । তল্লাশি চালালে প্রায় দেড় লক্ষ টাকার জালনোট উদ্ধার হয় তাদের থেকে (Police Seize lakhs of counterfeit notes) ৷ এরপরই অভিযুক্তদের গ্রেফতার করে এসটিএফ । ধৃত দুই ব্যক্তির নাম মেহবুব আনসারি ও নাজির হোসেন । মেহবুব বিহারের আরারিয়ার ও নাজির মালদার কালিয়াচকের খরজিবোনার বাসিন্দা । ধৃতদের থেকে মোট 296টি 500 টাকার জালনোট উদ্ধার হয়েছে । ধৃতদের আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ।
আরও পড়ুন : Heroin Seized at Sagardighi : সাগরদিঘিতে কোটি টাকার হেরোইন-সহ গ্রেফতার এক
অন্যদিকে, আরেকটি অভিযান চালানো হয় শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি ব্লকের ইন্দো-নেপাল সীমান্ত লাগোয়া পানিট্যাঙ্কি এলাকায় । সেখানে অভিযান চালিয়ে এক মহিলা-সহ মোট তিনজনকে গ্রেফতার করে এসটিএফ । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 2 কেজি 800 গ্রাম হেরোইন । যার বর্তমান বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা (Police Seize heroin worth 3 crores of rupees) । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল পিন্টু শেখ, আলম শেখ ও জ্যোৎস্না মল্লিক । পিন্টু ও আলম মুর্শিদাবাদের লালগোলা এবং জ্যোৎস্না খড়িবাড়ি ব্লকের শিমুলতলা এলাকার বাসিন্দা । পিন্টু ও আলম মূলত মাদক পাচারকারী, তারা লালগোলা থেকে মাদক নিয়ে বিভিন্ন জেলায় পাচার করত । এদিনও 28টি প্যাকেটে ওই মাদক জ্যোৎস্নার কাছে পাচারের উদ্দেশ্যে নিয়ে গিয়েছিল । জ্যোৎস্না মূলত ডিস্ট্রিবিউটারের কাজ করত । ধৃতদের সোমবার আদালতে তোলা হবে বলে জানিয়েছেন এসটিএফের পুলিশ সুপার (শিলিগুড়ি) জশপ্রীত সিং ।