পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Drugs Recovered : শিলিগুড়িতে উদ্ধার বিপুল পরিমাণ মাদক, গ্রেফতার 5 - শিলিগুড়িতে উদ্ধার মাদক

ধৃতদের কাছ থেকে একটি প্যাকেট বন্দি জিপার ব্যাগে ২৬৩ গ্রাম উন্নতমানের ব্রাউন সুগার উদ্ধার হয় । যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা ।

Drugs Recovered
শিলিগুড়িতে উদ্ধার বিপুল পরিমান মাদক

By

Published : Nov 2, 2021, 11:04 PM IST

শিলিগুড়ি, ২ নভেম্বর : দীপাবলির আগে শিলিগুড়িতে উদ্ধার হল বিপুল পরিমান মাদক ৷ মাদক পাচারে অভিযুক্ত পাঁচ ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ ও বাগডোগরা থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। সেই অভিযানেই উদ্ধার হয়েছে ৮০ লক্ষ টাকার মাদক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি সংলগ্ন হাসখোয়া বাজার এলাকায় এই অভিযানটি চালানো হয়। অভিযানে ধৃত তিনজন হল মালদার কালিয়াচকের বাসিন্দা মহম্মদ ওয়াসিম এসকে, মাটিগাড়ার বিশ্বাস কলোনির বাসিন্দা মহম্মদ তামিজ ও মহম্মদ ইসমাইল।

আরও পড়ুন : Visva-Bharati University : ৫০ শতাংশ কর্মী-অধ্যাপক নিয়ে খুলছে বিশ্বভারতী

ধৃতদের কাছ থেকে একটি প্যাকেট বন্দি জিপার ব্যাগে ২৬৩ গ্রাম উন্নতমানের ব্রাউন সুগার উদ্ধার হয় । যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা । ধৃত মহম্মদ ওয়াসিম মালদা থেকে ওই মাদক পাচারের উদ্দেশ্যে নিয়ে এসেছিল। বাকি দু'জনের সঙ্গে সেই যোগাযোগ করেছিল ওই মাদক বিক্রির উদ্দেশ্য। এই পাচার চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, এদিন বিকেলেই পৃথক আরেকটি অভিযান চালায় এনজেপি থানার পুলিশ। এই অভিযানে কোচবিহারের সাহেবগঞ্জের বাসিন্দা দিলীপ বর্মন ও কণক বর্মন নামে দু'জনকে গ্রেফতার করে পুলিশ। শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় এই অভিযানটি চালানো হয়েছিল। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২১০ কেজি গাঁজা। যার বর্তমান বাজার মূল্য ৩০ লক্ষ টাকা। কোচবিহার থেকে ওই বিপুল পরিমান গাঁজা বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর।

ABOUT THE AUTHOR

...view details