শিলিগুড়ি, 3 অক্টোবর: দু'টি পৃথক অভিযানে বড়সড় সাফল্য পেল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ ও স্পেশাল টাস্ক ফোর্স। পাচারের আগে উদ্ধার হল কোটি টাকার সোনা ও বিপুল পরিমাণ মাদক। ঘটনায় ভীন রাজ্যের দুই পাচারকারী-সহ গ্রেফতার মোট চারজন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।
কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ (ডিআরআই) সূত্রে জানা গিয়েছে, ইন্দো-বাংলাদেশ সীমান্ত পার করে ভারতে ঢোকে ওই সোনা। এরপর ত্রিপুরা থেকে গুয়াহাটি হয়ে ট্রেনে করে পাচার করার পরিকল্পনা ছিল ওই সোনার বিস্কুটগুলি। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বুধবার রাতে নিউ জলপাইগুড় স্টেশনে অভিযান চালায় ডিআরআই। এরপর স্টেশনে দাড়িয়ে থাকা সম্পর্কক্রান্তি এক্সপ্রেস থেকে অঙ্কিত তক এবং কমলেশ ঘাঞ্চি নামে প্রথমে দু'জনকে গ্রেফতার করে ডিআরআই। দুজনেই রাজস্থানের বাসিন্দা। তল্লাশি নিলে তাঁদের কাছ থেকে একটি লাগেজ ব্যাগ উদ্ধার হয় ৷ তাতে প্যাকেটে মোড়া অবস্থায় চারটি সোনার বিস্কুট উদ্ধার হয়।
যার ওজন প্রায় 1 কেজি 768 গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য 1 কোটি 7 লক্ষ টাকা। ধৃতদের বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী রতন বণিক বলেন, "ধৃতদের জামিনের আবেদন খারিজ করে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। ওই সোনার বিস্কুটগুলি কলকাতায় পাচারের পরিকল্পনা ছিল। ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে ডিআরআই।"