পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রসুন ভরতি প্যাকেটের আড়ালে মাদক পাচার, শিলিগুড়িতে ধৃত 3 - Drug trafficking behind garlic

শিলিগুড়িকে করিডোর করে ব্রাউন সুগার পাচারচক্র সক্রিয় হয়ে উঠেছে ৷ পাচার রুখতে নজরদারি বাড়িয়েছে পুলিশ। শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে একাধিক ক্যারিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে । উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ব্রাউন সুগার ।

BROWN_SUGAR_ARREST
BROWN_SUGAR_ARREST

By

Published : Oct 28, 2020, 4:44 PM IST

শিলিগুড়ি, 28 অক্টোবর : শিলিগুড়িতে পুলিশের জালে তিন মাদক পাচারকারী । পুলিশের নজর এড়াতে রসুনের প্যাকেটের আড়ালে ব্রাউন সুগার পাচার করা হচ্ছিল । এক মহিলা সহ তিনজনকে গ্রেপ্তার করে হেপাজতে নিয়েছে শিলিগুড়ি থানার পুলিশ ৷

শিলিগুড়ির DCP(পূর্ব) জয় টুডু বলেন, "ব্রাউন সুগার উদ্ধারের পাশাপাশি তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে । মাস্টার মাইন্ডের খোঁজ চলছে ।"

রসুনের আড়ালে মাদক পাচার

শিলিগুড়িকে করিডোর করে ব্রাউন সুগার পাচারচক্র সক্রিয় হয়ে উঠেছে ৷ পাচার রুখতে নজরদারি বাড়িয়েছে পুলিশ। শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে একাধিক ক্যারিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে । উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ব্রাউন সুগার ।

পুলিশ সূত্রে খবর, মালদা থেকে ওই বিপুল পরিমাণ ব্রাউন সুগার নিয়ে এক মহিলা সহ তিনজন একটি গাড়ি করে শিলিগুড়ির আসে । সেই খবর পেয়ে আগেই সজাগ ছিল পুলিশ । জলপাই মোড়ে তল্লাশির সময় ওই গাড়ি থেকে উদ্ধার হয় রসুন ভরতি একটি প্যাকেট । প্যাকেট খুলতেই বেরিয়ে আসে লুকিয়ে রাখা ব্রাউন সুগার ।

ABOUT THE AUTHOR

...view details