শিলিগুড়ি, 5 মে : শিলিগুড়ি পৌরনিগমের সচিব WBCS অফিসার সপ্তর্ষি নাগকে সমস্ত কাজ থেকে অব্যাহতি দিলেন মেয়র অশোক ভট্টাচার্য ।
29 এপ্রিল শিলিগুড়িতে বাড়ি প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে বৈঠক ডাকেন মেয়র । সেই বৈঠকে অনুপস্থিত থাকেন সপ্তর্ষি নাগসহ আরও দুজন । তাই তাঁদের শোকজ় করার কথা ঘোষণা করেন অশোক ভট্টাচার্য । সেকথা শুনে মেয়রকে পালটা চিঠি দিয়ে মেয়রের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন সচিব সপ্তর্ষি নাগ । চিঠিতে মেয়রকে উদ্দেশ্য করে তিনি লেখেন, নির্বাচনী আচরণ বিধি চলছে । তাই এই সময়ে তাঁর মতো সচিবকে বৈঠকে ডাকার এক্তিয়ার নেই মেয়রের । এই সময়কালে তিনি মেয়রকে এবং মেয়রের নির্দেশিকাকে মানতে রাজি নন ।
আজ সাংবাদিক বৈঠকে মেয়র অশোক ভট্টাচার্য বলেন, "সচিব পৌরনিগমের কাজ করেন । এখানে মেয়রের নির্দেশ মানতে তিনি বাধ্য । কিন্তু তিনি যে ভাষায় আমাকে উদ্দেশ্যে করে চিঠি দিয়েছেন এবং সেই চিঠি সাংবাদিকদের দিয়েছেন তাতে তিনি সার্ভিস রুল ভঙ্গ করছেন । আমি কমিশনারকে বলব আপাতত ওনাকে সব কাজ থেকে অব্যাহতি দিয়ে রাখুন । তিনি আসবেন, যাবেন, মাইনে পাবেন । কিন্তু ওনাকে কোনও বিশেষ দায়িত্ব দেওয়া হবে না । আমি ওনাকে বলব কোনও রাজনৈতিক নেতার নির্দেশে কাজ করবেন না । আইন-কানুন বুঝে আপনি কাজ করুন । একজন প্রশাসনিক কর্তা কখনও এই কাজ করতে পারেন না । চিঠির ভাষা দেখে মনে হচ্ছে তিনি কোনও রাজনৈতিক দলের নির্দেশে এইসব লিখেছেন ।"