পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে মেয়রের কোপে শিলিগুড়ি পৌরনিগমের সচিব

"আমি কমিশনারকে বলব আপাতত ওনাকে সব কাজ থেকে অব্যাহতি দিয়ে রাখুন । তিনি আসবেন, যাবেন, মাইনে পাবেন । কিন্তু ওনাকে কোনও বিশেষ দায়িত্ব দেওয়া হবে না ।" আজ সাংবাদিক বৈঠকে শিলিগুড়ি পৌরনিগমের সচিব সপ্তর্ষি নাগকে সমস্ত কাজ থেকে অব্যাহতি দিয়ে এই কথা বললেন মেয়র অশোক ভট্টাচার্য ।

মেয়র অশোক ভট্টাচার্য

By

Published : May 5, 2019, 6:41 PM IST

Updated : May 5, 2019, 7:23 PM IST

শিলিগুড়ি, 5 মে : শিলিগুড়ি পৌরনিগমের সচিব WBCS অফিসার সপ্তর্ষি নাগকে সমস্ত কাজ থেকে অব্যাহতি দিলেন মেয়র অশোক ভট্টাচার্য ।

29 এপ্রিল শিলিগুড়িতে বাড়ি প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে বৈঠক ডাকেন মেয়র । সেই বৈঠকে অনুপস্থিত থাকেন সপ্তর্ষি নাগসহ আরও দুজন । তাই তাঁদের শোকজ় করার কথা ঘোষণা করেন অশোক ভট্টাচার্য । সেকথা শুনে মেয়রকে পালটা চিঠি দিয়ে মেয়রের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন সচিব সপ্তর্ষি নাগ । চিঠিতে মেয়রকে উদ্দেশ্য করে তিনি লেখেন, নির্বাচনী আচরণ বিধি চলছে । তাই এই সময়ে তাঁর মতো সচিবকে বৈঠকে ডাকার এক্তিয়ার নেই মেয়রের । এই সময়কালে তিনি মেয়রকে এবং মেয়রের নির্দেশিকাকে মানতে রাজি নন ।

মেয়র অশোক ভট্টাচার্য

আজ সাংবাদিক বৈঠকে মেয়র অশোক ভট্টাচার্য বলেন, "সচিব পৌরনিগমের কাজ করেন । এখানে মেয়রের নির্দেশ মানতে তিনি বাধ্য । কিন্তু তিনি যে ভাষায় আমাকে উদ্দেশ্যে করে চিঠি দিয়েছেন এবং সেই চিঠি সাংবাদিকদের দিয়েছেন তাতে তিনি সার্ভিস রুল ভঙ্গ করছেন । আমি কমিশনারকে বলব আপাতত ওনাকে সব কাজ থেকে অব্যাহতি দিয়ে রাখুন । তিনি আসবেন, যাবেন, মাইনে পাবেন । কিন্তু ওনাকে কোনও বিশেষ দায়িত্ব দেওয়া হবে না । আমি ওনাকে বলব কোনও রাজনৈতিক নেতার নির্দেশে কাজ করবেন না । আইন-কানুন বুঝে আপনি কাজ করুন । একজন প্রশাসনিক কর্তা কখনও এই কাজ করতে পারেন না । চিঠির ভাষা দেখে মনে হচ্ছে তিনি কোনও রাজনৈতিক দলের নির্দেশে এইসব লিখেছেন ।"

মেয়র বলেন, "আমি বিষয়টি পৌর এবং নগরোন্নয়ন দপ্তরের সচিবকে জানাচ্ছি । একজন অধনস্থ সচিব যদি নির্বাচিত জনপ্রিতিনিধি এবং মেয়রের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন এবং তা যদি রীতি হয় তাহলে তা উদ্বেগের । তাই যতক্ষণ না পর্যন্ত আমি সদুত্তর পাচ্ছি ততক্ষণ ওনাকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হল ।"

মেয়র আরও বলেন, "পৌরনিগমে আমার পরিচয় আমি মেয়র, কোনও রাজনৈতিক নেতা নয় । কিন্তু ওই আধিকারিক যে ভাষায় কথা বলছেন তাতে ইচ্ছে করেই আমাকে অপমান করা হয়েছে । নির্বাচনের আদর্শ আচরণবিধি চালু থাকলেও ওই বৈঠকে ডাকতে সমস্যা ছিল না । যে প্রকল্প নিয়ে বৈঠক ছিল সেটিও আগে থেকেই চালু ছিল । তারপরও ওই সচিব ইচ্ছে করেই এইসব করেছেন । তাই আগামীকাল থেকে তাঁর কাছে কোনও ফাইল যাবে না ।"

তবে এই বিষয়ে সচিব সপ্তর্ষি নাগের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

Last Updated : May 5, 2019, 7:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details