পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দার্জিলিঙে সরকারি কর্মীদের ছুটি বাতিলের নির্দেশিকা প্রত্যাহার - government workers

সরকারি কর্মীদের ছুটি বাতিলের নির্দেশিকা প্রত্যাহার করে নিলেন দার্জিলিঙের জেলাশাসক।

ফাইল ফোটো

By

Published : Mar 6, 2019, 11:09 PM IST

শিলিগুড়ি, ৬ মার্চ: সরকারি কর্মীদের ছুটি বাতিলের নির্দেশিকা প্রত্যাহার করে নিলেন দার্জিলিঙের জেলাশাসক। সূত্রের খবর, ভোটের আগে ছুটি বাতিলের নির্দেশিকায় অসন্তুষ্ট হন সরকারিকর্মীরা। তারপরেই নির্দেশিকা প্রত্যাহার করা হয়।

দিন কয়েক আগে দার্জিলিঙের জেলাশাসক নির্দেশিকা জারি করেন, ১ মার্চ থেকে দার্জিলিং জেলার সরকারিকর্মীদের ছুটি আগামী ৩১ জুলাই অবধি বাতিল করা হল। চিকিৎসার কারণে অথবা অন্য কোনও প্রয়োজনীয় কারণ ছাড়া ছুটি দেওয়া হবে না।

আজ এই নির্দেশ প্রত্যাহার করে নেন জেলাশাসক। জেলাশাসক জয়সী দাশগুপ্ত বলেন, "ভোট ঘোষণা না হলেও জেলায় পুরোদমে নির্বাচন সংক্রান্ত কাজ চলছে। কিছু ক্ষেত্রে কর্মীরা ছুটি নেওয়ায় তাঁদের প্রশিক্ষণ ও কাজকর্মে বিঘ্ন ঘটছিল। তবে আপাতত নির্দেশিকা তুলে নেওয়া হয়েছে।"

ABOUT THE AUTHOR

...view details