শিলিগুড়ি, 20 জুন : রাতভর টানা বৃষ্টি । আর এই বৃষ্টির জেরে ফুলেফেঁপে উঠেছে নদীগুলি । এরআগে টানা বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছিল শিলিগুড়ির 31 জাতীয় সড়কের উপর থাকা গুরুত্বপূর্ণ বালাসন সেতু (Diversion Bridge Damage)। আরএবার বৃষ্টির জেরে নদীর স্রোতের ধাক্কার উড়ে গেল বালাসনের ডাইভার সেতু । পরে রয়েছে কিছু হিউমপাইপ । ভেসে গিয়েছে রাস্তা ও বাঁধ । যার জেরে সমস্যার মুখে পরতে চলেছে সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা ।
আবহাওয়া দফতরের পূর্বাভাসমতো উত্তরবঙ্গে রাতভর ভারী বৃষ্টিপাত হয়েছে । এই বৃষ্টিপাতের কারণে জলস্তর বেড়েছে বালাসন নদীরও । নদীর স্রোতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল বালাসন সেতু ও তার পাশে তৈরি বিকল্প সেতুও । যে কারণে পুলিশ তড়িঘড়ি ওই সেতু দুটি দিয়ে সমস্তরকম বড় ও ভারী যান চলাচল বন্ধ করে দিয়েছিল । রাতের বৃষ্টিতে ভেসে গেল জাতীয় সড়কের উপরের গুরুত্বপূর্ণ সেতুর বিকল্প সেতুও । ফলে 31 নম্বর জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে ।
বৃষ্টিতে ভেসে গেল জাতীয় সড়কের উপরের গুরুত্বপূর্ণ সেতুর বিকল্প সেতুও আরও পড়ুন : শিলিগুড়ি থেকে সিকিমগামী একাধিক রাস্তায় ধস
গতবছর অক্টোবর মাসে লাগাতার বৃষ্টির কারণে শিলিগুড়ি মাটিগাড়া এলাকার বালাসন সেতু ক্ষতিগ্রস্ত হয়েছিল । সেতু ভেঙে যাওয়ার আশংকায় ওই সেতু দিয়ে সম্পুর্ণ যাতায়াত বন্ধ করে দেওয়া হয় । পরবর্তীতে বালাসন সেতুর উপর বেইলি ব্রিজ তৈরি করে আপাতত হালকা এবং ছোট গাড়ি চলাচল করছে । তবে যানজট পরিস্থিতি সামাল দিতে বালাসন সেতুর পাশেই হিউমপাইপ দিয়ে বিকল্প সড়ক তৈরি করা হয়েছিল । রবিবার একটানা ভারী বৃষ্টিপাতের ফলে এবার ওই বিকল্প সেতুর গোটাটাই নদীতে ভেসে যায় । সেতুর কোনও চিহ্নই নেই । সেতুর উপর দিয়ে জল বয়ে যায় । ফলে বিপদ এড়াতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের তরফে ওই রাস্তা সোমবার সকাল থেকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় । সেতুটি বন্ধ থাকায় যানবাহন চলাচলের রুট পরিবর্তন করা হয়েছে । বালাসন নদীর উপর তৈরি বেইলি ব্রিজের উপর দিয়ে আর্মি ট্রাক, পুলিশ গাড়ি, সিআরপিএফ-সহ সমস্ত সেনার ট্রাক, টোটো, মালবাহী ট্রাক, বড় ও ভারী গাড়ি চলাচল করবে না । তারা ঘোষপুকুর হয়ে ঘুরে যাবে । যদি কোনও গাড়ি শহরে প্রবেশ করে তাহলে তা কাওয়াখালী রাস্তা ধরে যাবে । দূরপাল্লার বাসের ক্ষেত্রে নৌকাঘাট হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হতে হবে । সেতুর ওপর কেবল ছোট গাড়ি, স্কুল বাস ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহন যাতায়াত করবে ।