শিলিগুড়ি , 12 মে :ইটভাটায় কাজ করতেন দম্পতি ৷ লকডাউনে কাজ বন্ধ ৷ এই কয়েকদিন জমানো টাকায় ও এদিক-ওদিক থেকে সাহায্য নিয়ে চলছিল ৷ কিন্তু তাও বা কতদিন ? গত দু’দিন ধরে উনুন জ্বলেনি তাঁদের ৷ মেয়েরা বারবার ভাত চাইলেও দুই সন্তানের মুখে খাবার তুলে দিতে পারেনি মা ৷ সেই মায়ের আর্তি সোশাল মিডিয়ায় পোস্ট করেন স্থানীয় বাসিন্দারা । তা দেখেই আজ ওই এলাকায় শ্রমিকদের চাল,ডাল-সহ খাদ্য সামগ্রী তুলে দেন স্থানীয় তৃণমূল নেতারা । দু’দিন অনাহারে কাটানোর পর খাবার দেখে চোখের জল আর বাঁধ মানেনি মায়ের ৷ শিলিগুড়ি বিধান নগর এলাকার ঘটনা ৷
এলাকার বাসিন্দারা জানান , ইটভাটায় জোগাড়ের কাজ করতেন ওই মহিলা ও তাঁর স্বামী । তাঁরা কোচবিহারের বাসিন্দা ৷ কাজের কারণে এখানেই থাকছেন ৷কিন্তু লকডাউনে কোলের দুই সন্তান নিয়ে গত দু’দিন অনাহারে কেটেছে । দুই মেয়েকে সামান্য নুন ভাতটুকুও দিতে পারেননি অসহায় দম্পতি। এই পরিস্থিতিতে অসহায় মায়ের আর্তির ভিডিয়ো সোশাল মিডিয়াতে পোস্ট করেন স্থানীয়রা । আজ সকালেই পরিবার পিছু এক বস্তা চাল, তেল, নুন ইত্যাদি নিয়ে এলাকায় যান তৃণমূলের ব্লক সভাপতি কাজল ঘোষ ।