শিলিগুড়ি, 30 অক্টোবর: মালবাজারের হড়পা বানের ঘটনা থেকেও শিক্ষা নিল না শিলিগুড়ির (Siliguri) পুলিশ প্রশাসন । ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নিয়ম অমান্য করে অবাধে চলল নদীর মাঝখানে ছটঘাট তৈরির কাজ (Chhath ghat build in middle of Mahananda river) । ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।
শুধু তাই নয়, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে নির্দিষ্টভাবে অভিযোগ জানানো হলেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ । ছটঘাট তৈরির কাজের ছবি সংগ্রহ করে তা ফের ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল আদালতে জমা দেওয়া হবে বলে জানা গিয়েছে । নদীগর্ভে এনজিটির নিয়মের তোয়াক্কা না করে ওই ছটঘাটগুলি নির্মাণ হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মহানন্দা বাঁচাও কমিটির সদস্যরা । যদিও সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা ।
সম্প্রতি দুর্গাপুজোর বিসর্জনে মালবাজারের মাল নদীতে আচমকা হড়পা বানে মৃত্যু হয় আটজনের । তারপর থেকেই বিসর্জন থেকে ছট পুজো পর্যন্ত নদীগুলিতে বিশেষ নজরদারির উদ্যোগ নেয় রাজ্য সরকার । অবলম্বন করা হয় বাড়তি সতর্কতা । কিন্তু শিলিগুড়ির ছবিটা একদমই আলাদা । মহানন্দা নদী সংলগ্ন লালমোহন মৌলিক প্রতিমা নিরঞ্জন ঘাট, নৌকোঘাট, সন্তোষীনগর ঘাট-সহ একাধিক ঘাটের চিত্রটা একই । প্রশাসনের নাকের ডগাতেই একদম নদীর মাঝখানে তৈরি করা হচ্ছে সেসব ঘাট (Chhath Puja 2022) ।