শিলিগুড়ি, 24 এপ্রিল: আজ, সোমবার থেকে জনসংযোগ যাত্রা শুরু করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । এ দিন বিকেলে কোচবিহার থেকে তাঁর জনসংযোগ কর্মসূচি শুরু হবে । বুথ স্তর থেকে বৈঠক সারবেন তিনি । আর তাঁর এই জনসংযোগ যাত্রাকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ।
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, "রাজাদের মতো কোটি কোটি টাকা খরচ করে, 292টি তাঁবু খাটিয়ে জনসংযোগ হচ্ছে । জনসংযোগ করলে লোকেদের কী যায় আসে ? সেই টাকাটাই যদি সাধারণ মানুষ পেত লাভ হত । উত্তরবঙ্গের মানুষ উন্নয়নের জন্য বসে আছেন । উন্নয়ন হয়নি বলে অভিযোগ রয়েছে তাঁদের । সেখানে গরিব মানুষের সামনে রাজকীয় কায়দায় জনসম্পর্ক অভিযান চালানো হচ্ছে, তাতে সাধারণ মানুষের কী লাভ ?"
এখানেই থামেননি দিলীপ ঘোষ । তৃণমূলে নব জোয়ার ও পঞ্চায়েত নির্বাচনের আগে দলের রাশ ধরতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ময়দানে নামা নিয়েও আক্রমণ শানান তিনি । দিলীপ ঘোষ বলেন, আগের তৃণমূল তাহলে কোথায় গেল ? সব কী চোর ডাকাতে ভর্তি হয়ে গিয়েছে ? কারওকে বিশ্বাস করতে পারছে না, নতুন করে করতে হচ্ছে । সাধারণ মানুষ সরে গিয়েছে এই দলের কাছ থেকে তাই তাদের নতুন করে জনসংযোগ করতে হচ্ছে বলে তোপ দাগেন দিলীপ ।
তিনি আরও বলেন, এটা কোনও জনসংযোগ নয় । আগেকার দিনে রাজ-রাজারা মাঝেমধ্যে শিকার করতে যেতেন । মাঝেমধ্যে লোকলস্কর নিয়ে বেড়াতে যেতেন । সে রকমই এই জনসংযোগ । এটা দেখানো যে, কার কত তামঝাম । এই যে হাজার হাজার কোটি টাকার দূর্নীতি হয়েছে । শিক্ষা, দমকল, পুলিশ দফতরে সব জায়গায় দুর্নীতি হয়েছে । হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে । যার জন্য কেন্দ্রীয় সরকার টাকা দেওয়া বন্ধ করে দেয় বলে মত দিলীপের । তাঁর দাবি দুর্নীতির সেই টাকা দিয়েই মৌজমস্তি, ফুটানি হচ্ছে । সেই সব টাকা ওড়ানোর এটাই একটা সুযোগ । তাঁর কটাক্ষ, "নতুন তৃণমূল, নতুন করে খাও পিও মস্তি করো । বাকি দেখার দরকার নেই ।"
আরও পড়ুন:অভিষেকের জনসংযোগ কর্মসূচির প্রাক্কালে নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের